প্রিন্সিপাল এম. এ. মোনায়েম (principal m.a.monayem)

প্রথম পাতা » জীবনী » প্রিন্সিপাল এম. এ. মোনায়েম (principal m.a.monayem)


প্রিন্সিপাল এম. এ. মোনায়েম (principal m.a.monayem)

প্রিন্সিপাল এম. এ. মোনায়েম  ৭ এপ্রিল ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলাধীন ধানতলী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আঃ মোতালিব ছিলেন বাংলাদেশ রেলওয়ের একজন অফিসার। মাতা মরহুম আবেদা খাতুন ছিলেন সুগৃহিণী ও সমাজ সেবক। প্রিন্সিপাল মোনায়েম ১৯৮৫ সালে ঢাকা বিশ্বদ্যিালয় থেকে মনোবিজ্ঞানে এম. এস-সি ডিগ্রী লাভের পর একই বৎসর অধ্যাপনা পেশায় যোগদান করেন। ১৯৯২ সাল থেকে তিনি অধ্যক্ষ হিসেবে বিভিন্ন কলেজে ন্যায়-নিষ্ঠা ও সততার সাথে অব্যাহতভাবে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তার ইনডেক্স নং পিআর ৮৩১৩৬৯। ২০১২ সালে তিনি মাস্টার্স অব এডুকেশন ডিগ্রি অর্জন করেন। তিনি মনোবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০১১ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং ২০১২ সালে মহান মার্চ সম্মামনা পুরস্কারে ভূষিত হন। তার লিখা জীবনী, রাজনীতি, কবিতা, মনোবিজ্ঞানের দৃষ্টিতে নিজেকে জানুন, মনকে দেখুন মনোবিজ্ঞানীর চোখে, খাঁচার ভিতর মানব শিশু ইত্যাদি বই উল্লেখযোগ্য। মনোবিজ্ঞানী প্রিন্সিপাল এম. এ. মোনায়েম ২০০০ সালের ২৮ জানুয়ারি ঝুমু খান-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের কন্যা মাইসা মোনায়েম প্রিয়ন্তি ও পুত্র মাহির মুসলিম প্রিয়ম।

তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত  ‘ভালো ছাত্র হওয়ার  কৌশল’   গ্রন্থ থেকে সংকলিত।