মো. মোশারফ হোসেন (mohammad mosharaf hassain)
প্রথম পাতা » জীবনী » মো. মোশারফ হোসেন (mohammad mosharaf hassain)মো. মোশারফ হোসেন ১৯৬৭ খ্রিষ্টাব্দে ১১ ফেব্রুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের চরঘোস্তা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন । তার মায়ের নাম বেগম সুন্দরজান এবং পিতার নাম নেফাজ উদ্দিন মাতবর। তিনি চরঘোস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন । ১৯৮২ খ্রিষ্টাব্দে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন । সরকারি দেবেন্দ্র কলেজে থেকে বিজ্ঞান বিভাগে ১৯৮৬ খ্রিঃ গ্রাজুয়েশন ডিগ্রী লাভ করেন। তারপর প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে এম.এসসি. ডিগ্রী লাভ করেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কালে তিনি বিশ্ববিদ্যালয়ের দেয়াল পত্রিকায় লেখালেখি করতেন। তিনি ছাত্রাবস্থায় চারটি নাটক লিখেন ও তা মঞ্চায়ন করে প্রচুর দর্শক প্রিয়তা অর্জন করেন। তিনি মানিকগঞ্জ থেকে ও জাতীয় পর্যায়ে প্রকাশিত বিভিন্ন পত্র-পত্রিকা, স্মরণিকায় প্রবন্ধ-নিবন্ধ লেখালেখি করে একজন কলামিষ্ট হিসাবে পরিচিতি লাভ করেন । তিনি একজন দক্ষ বাগ্মী। তার মুখে পরিশুদ্ধ উচ্চারণে তথ্যবহুল সাবলীল বক্তব্য অগণিত মানুষের হৃদয়কে স্পর্শ করেছে । মানিকগঞ্জের একজন দক্ষ ও অভিজ্ঞ উপস্থাপক তিনি মানিকগঞ্জ শিল্পকলা একাডেমির আবৃত্তি ও উপস্থাপনা বিভাগের প্রশিক্ষক হিসাবেও দায়িত্ব পালন করেছেন । তিনি মানিকগঞ্জ পাবলিক লাইব্রেরির একজন আজীবন সদস্য। তিনি বাংলা একাডেমীর ‘লোকজ সংস্কৃতি উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের মানিকগঞ্জ জেলা সংগ্রাহক ও গবেষক হিসাবে কাজ করেছেন। বাংলা একাডেমী থেকে প্রকাশিত — ‘লোকজ সংস্কৃতি বিকাশ, মানিকগঞ্জ’ গ্রন্থের অন্যতম একজন লেখক তিনি। তাঁর প্রকাশিত গ্রন্থ ‘মানিকগঞ্জের সুফি-সাধক ও ‘মানিকগঞ্জের লোক শিল্পী ‘ গ্রন্থ’ দু’খানি ইতোমধ্যে পাঠক মহলে যথেষ্ট প্রশংসিত হয়েছে। এই গ্রস্থের লেখক সুফি গবেষণা ও লোকজ সংস্কৃতির গবেষণামূলক কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ অনেক পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন । তিনি বর্তমান মানিকগঞ্জ পৌরসভাধীন বান্দুটিয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন ।
তথ্যসূত্র: ২০১৫ সালে প্রকাশিত ‘মানিকগঞ্জের লোক-ঐতিহ্য’ গ্রন্থ থেকে সংকলিত।