মো. মোশারফ হোসেন (mohammad mosharaf hassain)

প্রথম পাতা » জীবনী » মো. মোশারফ হোসেন (mohammad mosharaf hassain)


মো. মোশারফ হোসেন (mohammad mosharaf hassain)

মো. মোশারফ হোসেন  ১৯৬৭ খ্রিষ্টাব্দে ১১ ফেব্রুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের চরঘোস্তা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন । তার মায়ের নাম বেগম সুন্দরজান এবং পিতার নাম নেফাজ উদ্দিন মাতবর। তিনি চরঘোস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন । ১৯৮২ খ্রিষ্টাব্দে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন । সরকারি দেবেন্দ্র কলেজে থেকে বিজ্ঞান বিভাগে ১৯৮৬ খ্রিঃ গ্রাজুয়েশন ডিগ্রী লাভ করেন। তারপর প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে এম.এসসি. ডিগ্রী লাভ করেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কালে তিনি বিশ্ববিদ্যালয়ের দেয়াল পত্রিকায় লেখালেখি করতেন। তিনি ছাত্রাবস্থায় চারটি নাটক লিখেন ও তা মঞ্চায়ন করে প্রচুর দর্শক প্রিয়তা অর্জন করেন। তিনি মানিকগঞ্জ থেকে ও জাতীয় পর্যায়ে প্রকাশিত বিভিন্ন পত্র-পত্রিকা, স্মরণিকায় প্রবন্ধ-নিবন্ধ লেখালেখি করে একজন কলামিষ্ট হিসাবে পরিচিতি লাভ করেন । তিনি একজন দক্ষ বাগ্মী। তার মুখে পরিশুদ্ধ উচ্চারণে তথ্যবহুল সাবলীল বক্তব্য অগণিত মানুষের হৃদয়কে স্পর্শ করেছে । মানিকগঞ্জের একজন দক্ষ ও অভিজ্ঞ উপস্থাপক তিনি মানিকগঞ্জ শিল্পকলা একাডেমির আবৃত্তি ও উপস্থাপনা বিভাগের প্রশিক্ষক হিসাবেও দায়িত্ব পালন করেছেন । তিনি মানিকগঞ্জ পাবলিক লাইব্রেরির একজন আজীবন সদস্য। তিনি বাংলা একাডেমীর ‘লোকজ সংস্কৃতি উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের মানিকগঞ্জ জেলা সংগ্রাহক ও গবেষক হিসাবে কাজ করেছেন। বাংলা একাডেমী থেকে প্রকাশিত — ‘লোকজ সংস্কৃতি বিকাশ, মানিকগঞ্জ’ গ্রন্থের অন্যতম একজন লেখক তিনি। তাঁর প্রকাশিত গ্রন্থ ‘মানিকগঞ্জের সুফি-সাধক ও ‘মানিকগঞ্জের লোক শিল্পী ‘ গ্রন্থ’ দু’খানি ইতোমধ্যে পাঠক মহলে যথেষ্ট প্রশংসিত হয়েছে। এই গ্রস্থের লেখক সুফি গবেষণা ও লোকজ সংস্কৃতির গবেষণামূলক কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ অনেক পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন । তিনি বর্তমান মানিকগঞ্জ পৌরসভাধীন বান্দুটিয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন ।
তথ্যসূত্র: ২০১৫ সালে প্রকাশিত  ‘মানিকগঞ্জের লোক-ঐতিহ্য’   গ্রন্থ থেকে সংকলিত।