সুদেব কুমার বিশ্বাস (sudeb kumer biswas)
প্রথম পাতা » জীবনী » সুদেব কুমার বিশ্বাস (sudeb kumer biswas)সুদেব কুমার বিশ্বাস
পেশায় একজন শিক্ষাজীবি। শিক্ষা নিয়েই তার কাজ আর এটাই জীবিকা নির্বাহের একমাত্র পথ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। কাজের ফাঁকে আরও একবার স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে প্রাক-শৈশব উন্নয়ন বিষয়ে। জন্ম ১৯৭৮ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মহিষাখোলা গ্রামের এক কৃষক পরিবারে। বেড়ে ওঠা নাগরিক সুবিধার বাইরে প্রকৃতির কোলে মাথা রেখে । শিক্ষার শুরু গ্রাম্য জীবন ও গ্রামীণ পরিবেশ পর্যবেক্ষণ করে। গ্রাম ও শহরের মানুষের নানামাত্রিক জীবনের বিচিত্র অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে লেখককে। নিজের জীবনের চড়াই- উৎড়াই শিখিয়েছে জীবনের মানে আর দিয়েছে গভীর জীবনবোধ। সাহিত্যের সাথে তার প্রেম সেই শৈশব থেকেই। কৈশোর থেকে অল্প-বিস্তর লেখালেখির শুরু। এক সময় বিভিন্ন ব্লগে লিখতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নিয়েছেন প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে। লেখক ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই
কন্যা সন্তানের জনক ।
‘এবং একটি স্বপ্ন’ লেখকের প্রথম প্রকাশিত ছোটগল্পের বই ।
তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত ‘এবং একটি স্বপ্ন’ গ্রন্থ থেকে সংকলিত।