সুদেব কুমার বিশ্বাস (sudeb kumer biswas)

প্রথম পাতা » জীবনী » সুদেব কুমার বিশ্বাস (sudeb kumer biswas)


সুদেব কুমার বিশ্বাস (sudeb kumer biswas)

সুদেব কুমার বিশ্বাস
পেশায় একজন শিক্ষাজীবি। শিক্ষা নিয়েই তার কাজ আর এটাই জীবিকা নির্বাহের একমাত্র পথ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। কাজের ফাঁকে আরও একবার স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে প্রাক-শৈশব উন্নয়ন বিষয়ে। জন্ম ১৯৭৮ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মহিষাখোলা গ্রামের এক কৃষক পরিবারে। বেড়ে ওঠা নাগরিক সুবিধার বাইরে প্রকৃতির কোলে মাথা রেখে । শিক্ষার শুরু গ্রাম্য জীবন ও গ্রামীণ পরিবেশ পর্যবেক্ষণ করে। গ্রাম ও শহরের মানুষের নানামাত্রিক জীবনের বিচিত্র অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে লেখককে। নিজের জীবনের চড়াই- উৎড়াই শিখিয়েছে জীবনের মানে আর দিয়েছে গভীর জীবনবোধ। সাহিত্যের সাথে তার প্রেম সেই শৈশব থেকেই। কৈশোর থেকে অল্প-বিস্তর লেখালেখির শুরু। এক সময় বিভিন্ন ব্লগে লিখতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নিয়েছেন প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে। লেখক ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই
কন্যা সন্তানের জনক ।
‘এবং একটি স্বপ্ন’ লেখকের প্রথম প্রকাশিত ছোটগল্পের বই ।

তথ্যসূত্র: ২০১৯  সালে প্রকাশিত  ‘এবং একটি স্বপ্ন’ গ্রন্থ থেকে সংকলিত।