সাহনিন সুলতানা (sahnin sultana)

প্রথম পাতা » জীবনী » সাহনিন সুলতানা (sahnin sultana)


সাহনিন সুলতানা (sahnin sultana)

সাহনিন সুলতানা   গোপালগঞ্জ জেলার কাশিয়াণী উপজেলার নড়াইলে জন্মগ্রহণ করেন । ১৯৮৫ সালে এসএসসি পাস করে ভর্তি হন ফরিদপুর সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজে। পড়ালেখা শেষ না করে একটা ডিপ্লোমা কোর্স করেন। এর মধ্যে সরকারী চাকরি শুরু করেন। চাকরি করার সাথে সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত হন। বর্তমানে উনার দুই ছেলে ও স্বামী নিয়ে সরকারী বাস ভবনে বসবাস করছেন। বড় ছেলে আইইউবিতে CSE তে এবং ছোট ছেলে শামসুল হক খান স্কুল এন্ড কলেজ ক্লাস টেন এ পড়ে। মা বেঁচে বাবা বেঁচে আছেন। স্বামী বেসরকারী সংস্থায় চাকরী করেন ।

তথ্যসূত্র: ২০১৭ সালে প্রকাশিত   ’নক্ষএের পতন’ গ্রন্থ থেকে সংকলিত।