মহিউদ্দিন খান খোকন (mohiuddin khan khokan)

প্রথম পাতা » জীবনী » মহিউদ্দিন খান খোকন (mohiuddin khan khokan)


মহিউদ্দিন খান খোকন (mohiuddin khan khokan)

মহিউদ্দিন খান খোকন ১৯৫৮ সালের ৩০ জুন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আহসাননগর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সিরাজগঞ্জে জন্মগ্রহণ করলেও বাল্যকালেই মা- ভাই-বোন-আত্মীয়স্বজন ছেড়ে বাবার সাথে কুড়িগ্রাম জেলার রৌমারীতে আসেন এবং শৈশব কৈশোর তার রৌমারীতেই কাটে। রৌমারী সি.জি জামান হাই স্কুল থেকে এস.এস.সি পাশ করেন এবং পরবর্তীতে রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। রৌমারী অবস্থান কালে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন এবং রৌমারী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন সাংবাদিকতা করেন, পাশাপাশি ‘চেহারা’ নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন ।
১৯৭৭ সালে তিনি ঢাকা আগমন করেন এবং ঢাকা কলেজে বাংলা অনার্সে ভর্তি হন । অনার্স পাশ করার পর পরিবারের বড় সন্তান হিসেবে বাবার ব্যবসার হাল ধরতে তাকে পুনরায় রৌমারীতে চলে যেতে হয়। ১৯৮২ সালে তিনি পুনরায় ঢাকায় আসেন এবং ব্যবসার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। বর্তমানে ঢাকার শ্যামলীতে স্থায়ীভাবে বসবাস করছেন। স্ত্রী শামীমা, কন্যা শৈলী এবং পুত্র শাফিনকে নিয়ে তার সুখের সংসার।
বিগত পঁচিশ বছর যাবৎ তিনি মিডিয়া ব্যবসার পাশাপাশি বায়িং ব্যবসার সাথে জড়িত। এছাড়া আমেরিকার মুক্তধারা ফাউন্ডেশন বিগত ১৭ বছর ধরে উত্তর আমেরিকায় যে ‘আর্ন্তজাতিক বাংলা উৎসব’- এর আয়োজন করে আসছে জনাব মহিউদ্দিন খান খোকন এই উৎসবের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক শিল্পী, সাহিত্যিক, প্রকাশক এবং ব্যবসায়ীসহ অনেক ডেলিগেটস এই উৎসবে অংশগ্রহণ করেন। তাদের সাথে যোগাযোগ, প্রচার, প্রকাশনাসহ সব রকম দায়িত্ব তিনি পালন করে থাকেন।

তথ্যসূত্র: ২০০৯ সালে প্রকাশিত  ‘এশিয়া থেকে আমেরিকা’  গ্রন্থ থেকে সংকলিত।