খাজা ইউনুস আলী (khan shariful islam)
প্রথম পাতা » জীবনী » খাজা ইউনুস আলী (khan shariful islam)খাজা ইউনুস আলী ৫ সেপ্টেম্বর ১৯৮০ সালে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাস ও বিএসএস পাস করেন ২০০০ সালে। পিতা-বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ খান, মাতা. রত্নগর্ভা তাহমিনা বেগম, এক বোন, তিন ভাই, বড় বোন মোসাম্মৎ রওশন আরা পারভিন, শিক্ষিকা, ভাই মো. রবিউল আলম খান, ভূমি অধিদপ্তরের কর্মকর্তা, খান শরিফুল ইসলাম সহকারী উপ-পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ, ছোট ভাই মো. ওয়ালিউল ইসলাম খান । সহধর্মিনী মোসাম্মৎ জেসমিন খাতুন, ঘর আলো করে আছে তার দুই কন্যা শাফিন ইসলাম ও সাজিন ইসলাম । বর্তমানে ঢাকায় বসবাস করছেন।
তিনি শূণ্য দশকের অসাধারণ মেধাদৃপ্ত নিভৃতচারী প্রত্যয়ী ও রোমান্টিক প্রতিভা-সৃজনশীলতার বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা নদীর বাঁকের মতো বিস্ময়কর-সুন্দর। ছোটবেলা থেকে তিনি লিখে আসছেন ছড়া, কবিতা, গান ও গল্প ।
তথ্যসূত্র: ২০১০ সালে প্রকাশিত ‘সত্য ধ্রুব’ গ্রন্থ থেকে সংকলিত।