মোঃমাজহারুল ইসলাম (md.mazharul ismal)

প্রথম পাতা » জীবনী » মোঃমাজহারুল ইসলাম (md.mazharul ismal)


মোঃমাজহারুল ইসলাম  (md.mazharul ismal)

মোঃমাজহারুল ইসলাম  জন্ম ৯ ফেব্রুয়ারি। নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ’র শুভখাই গ্রামে ।তিনি ছাত্রজীবন থেকেই বিভিন্ন দৈনিক পত্র-পত্রিকায় উপ-সম্পাদকীয় কলাম এবং মহিলা সম্পর্কিত ফিচার পাতায় নিয়মিত লিখে আসছেন । তিনি বিভিন্ন পত্রিকায় ‘একটি ভাবনা’ ‘সমাজের আয়না’ এবং ‘নারীর চোখে’ এই তিন শিরোনামে উপ-সম্পাদকীয় লেখেন । তিনি দীর্ঘদিন ধরে টিভি নাটক এবং টিভি প্রোগ্রামের স্ক্রিপ্ট লিখছেন । একটি বানিজ্যিক ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য ফিল্মের কাহিনি এবং সংলাপ লিখেছেন । তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ ‘সমাজকর্ম’ বিভাগ থেকে বিএসএস (সম্মান) এবং এমএসএস ডিগ্রি লাভ করেন ।

Germany LAMBERT Academic publish- ing The Situation Of Street- Walking Prostitutes (A Study Conducted in Sylhet City of Bangla- desh)’ গবেষণামূলক তার এই গ্রন্থটি ২০১১ সালে প্রকাশিত হয়। উক্ত গ্রন্থটি জার্মানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাজিক গবেষণামূলক লাইব্রেরিতে রয়েছে। ২০১৬ সালে রাজনৈতিক ও সামাজিক ‘বৃত্তে শূন্য ডিগ্রি’, ২০১৭ সালে রোমান্টিক ‘গহীনে নিনাদ’ উপন্যাসগুলো প্রকাশিত হয় অমর একুশে গ্রন্থমেলায় ।
তিনি বর্তমানে বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা, সমাজকল্যাণ বিভাগে ‘সমাজকল্যাণ কর্মকর্তা’ পদে কর্মরত আছেন ৷
তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত   ’নিরাশায় নতুন পৃথিবী’ গ্রন্থ থেকে সংকলিত।