মোঃ রাশেদ মোশাররফ (rashed mosharraf)

প্রথম পাতা » জীবনী » মোঃ রাশেদ মোশাররফ (rashed mosharraf)


মোঃ রাশেদ মোশাররফ (rashed mosharraf)

মোঃ রাশেদ মোশাররফ  ১৯৭২ সালের ২১ অক্টোবর সাহিত্য-সংস্কৃতির প্রাণস্পন্দন কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলায় অবস্থিত দক্ষিণ ভবানীপুর গ্রামে এক সম্মানীয় মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা- মোঃ আফিল উদ্দিন মোল্লা ও মাতা- আনোয়ারা বেগমের চতুর্থ সন্তান তিনি। মেধাবী ছাত্র হিসেবে প্রাথমিক ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হন। তিনি ১৯৮৯ সালে স্থানীয় মধুপুর মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি এবং ১৯৯১ সালে কুষ্টিয়া সরকারি কলেজ হতে এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা হতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। অতঃপর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইংরেজি ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ইংরেজি বিভাগে অধ্যয়নের সুবাদে বিশ্বসাহিত্যে বিচরণের দ্বার উন্মুক্ত হয়ে যায় যা তাঁকে সৃষ্টিশীল কাজে উদ্বুদ্ধ করে। ছাত্রজীবনে তিনি একজন আবৃত্তিকার হিসেবে সুনাম অর্জন করেন। কবিতায় সমধিক নিমগ্ন তিনি; গল্প এবং প্রবন্ধ লেখনীতেও সক্ষম বিচরণশীল। ‘সঞ্চার’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ। সমক্ষে প্রকৃতি ও প্রেম, মানবিক জীবনবোধের গহীনে দহন ও স্বপ্ন, এবং সমকালীন প্রেক্ষাপটে তাঁর অতীত ও ভবিষ্যত ভাবনা সৃজনশীল হয়ে উঠে। মুক্তচিন্তায় বিশ্বাসী স্বকীয় ভাবধারায় ভাষাভিত্তিক এই জাতিরাষ্ট্রের মানুষের দীর্ঘ সময়ের মুক্তির আকাংখা তাঁর লেখনীতে বাঙ্ময়। পেশাগত জীবনে তিনি সরকারি কলেজে অধ্যাপনায় নিয়োজিত। স্ত্রী সরকারি ব্যাংক কর্মকর্তা মাসুমা পারভীন এবং দুই কন্যা ফাইজা ও আরিশা-কে নিয়ে তাঁর পারিবারিক জীবন।

তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত  ‘সঞ্চার’ গ্রন্থ থেকে সংকলিত।