মুর্শিদা ইসলাম (murshida islam)

প্রথম পাতা » জীবনী » মুর্শিদা ইসলাম (murshida islam)


মুর্শিদা ইসলাম (murshida islam)

মুর্শিদা ইসলাম

স্বামী : মনিরুল
ইসলাম, পিতা : মরহুম আব্দুল মজিদ মোল্লা। থানা : ভান্ডারিয়া, জেলা : পিরোজপুর। বর্তমানে তিনি ঢাকায়
স্থায়ী বসবাস করেন ।
তার লেখালেখির
অভ্যাস বেশ
ছোটবেলা থেকেই,
ফেসবুকে খন্ড
আকারে তার লেখা প্রকাশিত হয় । এবং জনপ্রিয়তা পায় । তারই ধারাবাহিকতায় প্রকাশিত হচ্ছে- হৃদয়বিদারক ঘটনা নিয়ে রচিত ‘হৃদয়স্পর্শী’

তথ্যসূত্র:  ২০১৮ সালে প্রকাশিত  ‘হৃদয়স্পর্শী’ গ্রন্থ থেকে সংকলিত।