সাইফুল ইসলাম সাইফ (saiful islam saif)

প্রথম পাতা » জীবনী » সাইফুল ইসলাম সাইফ (saiful islam saif)


সাইফুল ইসলাম সাইফ (saiful islam saif)

সাইফুল ইসলাম সাইফ
জন্মেছেন বরিশালের মুলাদি থানাধীন বালিয়াতলী গ্রামে তার মাতুলালয়ে ১৯৯৫ সালের ১৯ জানুয়ারি। পিতৃভূমি একই থানাধীন চরপদ্মা গ্রামে । পিতা: আব্দুস সালাম মুন্সি, মাতা: সালমা বেগম। স্থানীয় চরপদ্মা ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন। শামসুর রহমান কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে বর্তমানে শরীয়তপুর সরকারি কলেজে বাংলা বিভাগে অধ্যয়নরত। ছোটবেলা থেকেই তিনি লেখালেখি করেন। দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিক ও বিভিন্ন আঞ্চলিক পত্র-পত্রিকায় লিখে চলছেন। তিনি একজন ব্লগার ও সারস সাহিত্য সংসদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এবং সারস লিটল ম্যাগ এর নির্বাহী সম্পাদক।

তথ্যসূত্র: ২০১৮  সালে প্রকাশিত  ‘প্রলাপ গুচ্ছ’   গ্রন্থ থেকে সংকলিত।