নুরুল শিপার খান ( nurul shepar khan)

প্রথম পাতা » জীবনী » নুরুল শিপার খান ( nurul shepar khan)


নুরুল শিপার খান ( nurul shepar khan)

নুরুল শিপার খান ১ জুলাই নড়াইলের লোহাগড়া থানাধীন খান পরিবারে জন্ম! বাবা খান হেমায়েত হোসেন ছিলেন সরকারি চাকরিজীবি আর মা মোছা. আছিয়া বেগম একজন গৃহিনী! ছোট বেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ ছিল, ১৯৯৮ সালে ‘বঙ্গবন্ধু সেতু’ নিয়ে লেখা দিয়েই প্রথম হাতেখড়ি, সেই থেকে আজ অব্দি! কাব্যতরু, বিরহ বিলাস, এবং কাব্য কাননে বসন্ত-সহ এ যাবৎ ১৯টি যৌথকাব্যে অংশ নিলেও ২০১৭ বই মেলায় প্রথম একক বই (মুক্তিযুদ্ধ ভিত্তিক কিশোর নাটক) ‘একাত্তরের মা’ প্রকাশিত হয়!
এছাড়াও ২০১৭ সালে প্রথমবারের মত তাঁর সম্পাদনায় প্রকাশ হয় কাব্যগ্রন্থ “নিসর্গ পদাবলী” আর ২০১৮ বই মেলায় প্রকাশিত হচ্ছে কাব্য ‘নিসর্গ পদাবলী-২’! বাস্তবের শেকড় ভিষণ তেতো তাইতো দির্ঘ নয় মাস বৃদ্ধাশ্রমে যাওয়া আসা করে সাতজন বৃদ্ধ/বৃদ্ধাদের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনার অবলম্বনে লেখা সাতটি ছোটগল্প দিয়ে সাজিয়েছেন ‘নিঃশব্দ অশ্রুপাত’ বইটি!

তথ্যসূত্র: ২০১৮  সালে প্রকাশিত  ‘নিঃশব্দ অশ্রুপাত’ গ্রন্থ থেকে সংকলিত।