বেনজীর আহমদ (জীবনী)
প্রথম পাতা » জীবনী » বেনজীর আহমদ (জীবনী)মুসলিম বাঙালি রেনেসাঁর কবি বেনজীর আহমদের জন্ম মাতুলালয়, ধানুয়া গ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকা, ১৯০৩। পৈতৃক নিবাস ইলমী গ্রাম, ঢাকা। কবি পনেরো বছর বয়সে স্কুল ত্যাগ করে সন্ত্রাসবাদী আন্দোলনে যোগদান করেন এবং খেলাফত ও অসহযোগ আন্দোলনে (১৯২০-১৯২২) সক্রিয় অংশ গ্রহণ করেন। সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৯২১-এ গ্রেফতার এবং দীর্ঘদিন কারারুদ্ধ অবস্থায় দিনযাপন করেন। পরবর্তীকালে মুসলিম রেনেসাঁ আন্দোলনে যোগদান করেন। পাকিস্তান আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯২৭-এ স্বীয় সম্পাদনায় ‘নওরোজ’ পত্রিকা প্রকাশ হয়। দৈনিক আজাদ-এর সহকারী সম্পাদক ও দৈনিক নবযুগ পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্ম-সম্পাদন করেন। বন্দীর বাঁশী ইসলাম ও কম্যুনিজম, কোরানের গল্প তাঁর অন্যান্য গ্রন্থ। ১৯৬২-র ২৮ এপ্রিল মৌলিক গণতন্ত্রের প্রায় ঢাকা-২ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। মুসলিম পুনর্জাগরণবাদী কবি। কাবারীতির ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের অনুসারী । ১৯৬৪-তে কবিতায় বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ১৯৭৯ খ্রিস্টাব্দে তাতে একুশে পদক প্রদান করা হয়। মৃত্যু, ঢাকা ১২.২.১৯৮৩।