হাসান কল্লোল ( মো: হাসানুজ্জামান কল্লোল ) Md. Hasanuzzaman Kallol

প্রথম পাতা » জীবনী » হাসান কল্লোল ( মো: হাসানুজ্জামান কল্লোল ) Md. Hasanuzzaman Kallol


হাসান কল্লোল ( মো: হাসানুজ্জামান কল্লোল )   Md. Hasanuzzaman Kallol

কবি ও জনপ্রিয় আবৃত্তিকার হাসান কল্লোল (মোঃ হাসানুজ্জামান কল্লোল )০৭ জুন, ২০২৩ তারিখে সচিব হিসেবে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ে যোগদান করেন। তিনি ইতিপূর্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের এই কর্মকর্তা। সরকারের নীতি নির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ন পর্যায় এবং মাঠ পর্যায়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি।

এ মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি ২৪ অক্টোবর, ২০১৯ তারিখ হতে অতিরিক্ত সচিব হিসেবে কৃষি মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। হাসান কল্লোল ১৯৯৩ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এর পর তিনি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর ও টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভারে উপ-পরিচালক ও রেক্টরের একান্ত সচিব এবং পরে জাতীয় সংসদের মাননীয় সংসদ উপ-নেতার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জেলা প্রশাসক হিসেবে রাজবাড়ী ও কুমিল্লা জেলায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। যুগ্মসচিব হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে কাজ করেন এবং পরবর্তীতে যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবন ও পেশাগত জীবনের বিভিন্ন পর্যায়ে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। এছাড়াও দেশে ও বিদেশে স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন এ কর্মকর্তা। তিনি এস.এস.সি ও এইচ.এস.সি তে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর ১৯৮৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বি.এসসি, এজি (সম্মান) কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। পরবর্তীতে IER (আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক) বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন।
ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল চিন্তাধারায় উদ্বুদ্ধ এবং সৃজনশীল ও মননশীল লেখালেখির সাথে যুক্ত। কবি এবং আবৃত্তিকার হিসেবেও তার সুনাম রয়েছে।
হাসান কল্লোল ১৯৬৫ সালে ঝিনাইদহ জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত অধ্যাপক জনাব আফম নুরুজ্জামান এবং মাতা রওশন আরা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী ড. শেখ মুসলিমা মুন বাংলাদেশ সরকারের একজন উপসচিব।

তাঁর প্রকাশনার মধ্যে উল্লেখযোগ্য দুটি কাব্যগ্রন্থ হলো ১. পাখি জীবন ও আমার ঘুমগাছ ( Dreamy Impulse দ্বিভাষিক গ্রন্থ ) ২. মুদ্রিত স্বপ্নের কোলাজ।

Dreamy Impulse কাব্য গ্রন্থের জন্য তিনি বঙ্গসভা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে “বঙ্গসভা সাহিত্য পুরষ্কার ২০২৩ ” অর্জন করেন।

 তথ্যসূত্র: ২০২৩ সালে প্রকাশিত ‘মুদ্রিত স্বপ্নের কোলাজ ‘ গ্রন্থ ও সরকারি ওয়েবসাইট থেকে সংকলিত।