হোসনে আরা ডলি (hosne ara doli)

প্রথম পাতা » জীবনী » হোসনে আরা ডলি (hosne ara doli)


হোসনে আরা ডলি  (hosne ara doli)

হোসনে আরা ডলি  একজন সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ছোটবেলা থেকে সাংস্কৃতিক জগতে তাঁর বিচরন। শুধু তাই নয়, রত্ন গর্ভা মা। কবি ও সংগীত শিল্পী হিসেবে তিনি পেয়েছেন বহু সাংগঠনিক পদক, সনদ ও স্মারক। হোসনে আরা ডলির জন্ম ১৯৬২ খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ সদর জেলার চরশোলাকিয়ার হক মঞ্জিল ও একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবাবে। পিতা মোঃ ফজলুল ছিলেন সরকারী চাকুরিজীবি। পিতার সহযোগিতায় তাঁর সাহিত্য ও সাংস্কৃতিক জগতে প্রবেশ। শৈশবে তিনি তাঁর মাকে হারান। পিতৃস্নেহে ও বড় ভাই-বোনদের স্নেহ আদরে তিনি লালিত পালিত হন। হোসনে আরা ডলির শ্বাশুরী মা ছিলেন তৎকালীন মোহন গঞ্জের জমিদার ও শ্বশুর ছিলেন সরকারী চাকরীজীবি। উনার দুই চাচাশ্বশুর আসাদুজ্জামান খান ও সৈয়দ নজরুল ইসলাম শেখ মুজিব আমলে ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রী ছিলেন । সাত ভাই বোনের মধ্যে হোসনে আরা ডলি কনিষ্ঠ ।
স্বামী এ, এম, কে, শামীম খাঁন একজন আলোকিত মানুষ, শিক্ষানুরাগী ও সমাজ সেবক। তাদের সুখময় সংসারে চার মেয়ে এক ছেলে। বড় মেয়ে কানিজ ফাতেমা মিশু ক্যানাডায় স্বামী সন্তান নিয়ে বসবাসরত। মেয়ের জামাই ক্যানাডায় চাকুরিরত। তাঁর মেজো মেয়ে সুলতানা ফারহানা মেরিন অস্ট্রেলিয়ায় একজন সরকারী চিকিৎসক এবং মেজো মেয়ের জামাই অষ্ট্রেলিয়ায় কম্পিউটার প্রকৌশলী। একমাত্র ছেলে চৌধুরী মনিরুজ্জামান খাঁন সম্পদ (Electronics and Communication Engineer) ইঞ্জিনিয়ার। ছেলের বৌ তানজিম তামান্না এডভোকেট I
তৃতীয় মেয়ে সুলতানা ফারজানা শ্যামা চিকিৎসক এবং স্বামীও একজন চিকিৎসক। তাঁর ছোট মেয়ে সাবা সুলতানা মৌ অস্ট্রেলিয়ায়… Enviarment of Science & Water Science - এ অধ্যায়নরত। সে নৃত্যে, গানে ও ছবি এঁকে বিভিন্ন পুরস্কার ও সনদ পেয়েছে।
তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত  ‘নক্ষেএের দূরত্বে’  গ্রন্থ থেকে সংকলিত।