এস.এম আনোয়ার হোসাইন (s.m anowar hossain)
প্রথম পাতা » জীবনী » এস.এম আনোয়ার হোসাইন (s.m anowar hossain)এস.এম আনোয়ার হোসাইন জন্ম ১০ জানুয়ারি ১৯৮৫ সালে, মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানা ভাগ্যকুল মান্দ্রা গ্রামে। পিতা জনাব মোঃ মোসলেম শেখ ও মাতা রহিমা বেগম। কবি মূলত তার পিতা-মাতার আদর-স্নেহের ছায়ায় বেড়ে উঠেছেন। কবির জন্ম সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে, শৈশবে গুরুজনদের মুখে গল্প-কবিতা শুনে কবির মননে লেখার বাসনা বাসা বেঁধেছে। তিনি স্কুল জীবন থেকে লেখালেখি করে আসছেন। কবি লেখার পাশাপাশি তার নিজের রচনা ও পরিচালনায় একাধিক নাটকে অভিনয় করেছেন। তার নাটকের মধ্যে “সুখের ঘরে কেন কষ্ট” “না বলা কথা” অসমাপ্ত ভালোবাসা উল্লেখযোগ্য।
“অমলিন স্মৃতি” কবির প্রথম কাব্যগ্রন্থ।
তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত “অমলিন স্মৃতি” গ্রন্থ থেকে সংকলিত।