এস.এম আনোয়ার হোসাইন (s.m anowar hossain)

প্রথম পাতা » জীবনী » এস.এম আনোয়ার হোসাইন (s.m anowar hossain)


এস.এম আনোয়ার হোসাইন  (s.m anowar hossain)

এস.এম আনোয়ার হোসাইন   জন্ম ১০ জানুয়ারি ১৯৮৫ সালে, মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানা ভাগ্যকুল মান্দ্রা গ্রামে। পিতা জনাব মোঃ মোসলেম শেখ ও মাতা রহিমা বেগম। কবি মূলত তার পিতা-মাতার আদর-স্নেহের ছায়ায় বেড়ে উঠেছেন। কবির জন্ম সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে, শৈশবে গুরুজনদের মুখে গল্প-কবিতা শুনে কবির মননে লেখার বাসনা বাসা বেঁধেছে। তিনি স্কুল জীবন থেকে লেখালেখি করে আসছেন। কবি লেখার পাশাপাশি তার নিজের রচনা ও পরিচালনায় একাধিক নাটকে অভিনয় করেছেন। তার নাটকের মধ্যে “সুখের ঘরে কেন কষ্ট” “না বলা কথা” অসমাপ্ত ভালোবাসা উল্লেখযোগ্য।
“অমলিন স্মৃতি” কবির প্রথম কাব্যগ্রন্থ।

তথ্যসূত্র: ২০১৯  সালে প্রকাশিত “অমলিন স্মৃতি”  গ্রন্থ থেকে সংকলিত।