আফিয়া রুবি (afia ruby)

প্রথম পাতা » জীবনী » আফিয়া রুবি (afia ruby)


আফিয়া রুবি (afia ruby)


আফিয়া রুবি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার জীবকায়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিন ভাই-বোনের মধ্যে তিনি বড় । লেখাপড়া: স্নাতোকত্তর (ব্যবস্থাপনা)। লেখালেখির হাতেখড়ি: অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায়। তার প্রথম লেখা (কবিতা) ছাপা হয় ‘রূপসী গাজীপুর’ সাপ্তাহিক পত্রিকায়। তারপর থেকে বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হয়ে আসছে। বর্তমানে তিনি বাংলাদেশ লেখিকা সংঘ, বনলতা সাহিত্য পরিষদ, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন ও অন্যধারা সাহিত্য সংসদের সাথে যুক্ত রয়েছেন। তিনি আল্পনা বৈঠকের সাথেও বিশেষভাবে যুক্ত ছিলেন। শারদীয়া সাপ্তাহিক পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সার্ক কালচারাল ফোরাম, কোলকাতা, ভারত এর আজীবন সদস্য। তার একক ১০টি গ্রন্থ ও যৌথ উদ্যোগেও রয়েছে কিছু গ্রন্থ।
তিনি এ পর্যন্ত বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেন।

১। সম্মাননা পদক (২০১৩), ‘গীতালী ললিতকলা একাডেমি’ ঢাকা, বাংলাদেশ
২। সাহিত্য ও শিল্পী পুরস্কার (২০১৪), ‘সার্ক কালচারাল ফোরাম’ কলকাতা, ভারত (কাব্যশ্রী উপাধিতে ভূষিত হন)
৩। স্বাধীনতা সম্মাননা (২০১৪), ‘জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি’ ঢাকা, বাংলাদেশ
৪। ‘দুই বাংলা সাহিত্য উৎসব সম্মাননা’ (২০১৬) কলকাতা, ভারত
৫। অন্যধারা সাহিত্য সম্মাননা-২০১৬

তথ্যসূত্র: ২০১৭ সালে প্রকাশিত  ‘তোমাকে চলে যেতে দেখেছি’ গ্রন্থ থেকে সংকলিত।