মনিরুস সালেহীন (munirus saleheen)

প্রথম পাতা » জীবনী » মনিরুস সালেহীন (munirus saleheen)


মনিরুস সালেহীন (munirus saleheen)

মনিরুস সালেহীন  জন্ম ময়মনসিংহের গফরগাঁয়ের শাঁখচূড়ায়। শিক্ষাবিদ বাবা এ,বি, মুসলেহ উদ্দীন আহমেদ ও বিদূষী মা হাজেরা খাতুনের নয় সন্তানের কনিষ্টতম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের খ্যাতিমান কৃতি ছাত্র মনিরুস সালেহীন উচ্চতর শিক্ষা নিয়েছেন যুক্তরাষ্ট্রে, হামফ্রে ফেলো হিসেবে আর অস্ট্রেলিয়া এওয়ার্ডস নিয়ে পিএইচডি করেছেন পাবলিক পলিসিতে । লেখালেখির বিশ্ববিদ্যালয় জীবনেই- এক সময় দু হাতে লিখেছেন ভাবশালী জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও সাহিত্য পত্রিকায়; প্রকাশিত গ্রন্থ ‘বেকেটের দুঃস্বপ্নের পৃথিবী ও অন্যান্য প্রবন্ধ’, ‘কাহলীল জিবরানের বালু ও ফেনা’, ‘খেলে যায় রৌদ্রছায়া’ (উপন্যাস), ‘হাকুনা মাতাতা’ (ভ্রমণ গল্প), বাইরে এখন রৌদ্র বেশি’ (ছড়া-প্রবচন)।

তথ্যসূত্র: ২০১৭  সালে প্রকাশিত  ‘বাইরে এখন রৌদ্র বেশি’  গ্রন্থ থেকে সংকলিত।