সৈয়দা রাশিদা বারী (syeda rashida bari)

প্রথম পাতা » জীবনী » সৈয়দা রাশিদা বারী (syeda rashida bari)


সৈয়দা রাশিদা বারী (syeda rashida bari)

সৈয়দা রাশিদা বারী  একজন বহুমাত্রিক লেখক । যাঁর রচনার পরিমাণ বিপুল। তিনি একাধারে কবি, কথাশিল্পী, সাংবাদিক ও গীতিকার। বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক এবং বিজ্ঞানী । মা বাবার পরিসরে ভাই-বোন সমঅধিকার প্রতিষ্ঠার প্রবক্তা। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা: ৯১টি সাহিত্য-গবেষণাসহ প্রকাশের পথে রয়েছে আরো প্রায় ২০টি। জন্ম: সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ায় । তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও চলচ্চিত্রের গীতিকার। সম্পাদক-প্রকাশক জাতীয় সচিত্র মাসিক স্বপ্নের দেশ, ঢাকা। সাংবাদিকতায় দৈনিক আজকের সংবাদ এর বিশেষ প্রতিনিধি। দৈনিক জনপদ এর সাবেক বিশেষ সংবাদদাতা। দৈনিক আল আমীন-এর বিভাগীয় সম্পাদক/নারী ও শিশু বিভাগের প্রধান এবং কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। মাসিক ডাকপিয়ন (ঢাকা) এর সাবেক চীফ রিপোর্টার । এবং পূর্বে অন্যান্য দৈনিকে ছিলেন ।
সাংগঠনিক: বাংলাদেশ লেখিকা সংঘ (কুষ্টিয়া’র) প্রতিষ্ঠাতা প্রধান ও ভূতপূর্ব সাধারণ সম্পাদক । আধুনিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি। বাউলতরী সংগঠনের সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় পরিষদের প্রাক্তন নির্বাহী সদস্য।


তথ্যসূত্র:
২০১৮  সালে প্রকাশিত  ‘শিশুর মাঝে বঙ্গবন্ধু’  গ্রন্থ থেকে সংকলিত।