ফিরোজ আহমেদ ইকবাল (feerose ahmed iqbal)

প্রথম পাতা » জীবনী » ফিরোজ আহমেদ ইকবাল (feerose ahmed iqbal)


ফিরোজ আহমেদ ইকবাল (feerose ahmed iqbal)

ফিরোজ আহমেদ ইকবাল রংপুর জেলার কোতোয়ালী থানার উত্তর আশরতপুর নিবাসী ফিরোজা বেগম বকুল এবং এম. এ. মোকসেদ দম্পতির দুটি সন্তানের মধ্যে ফিরোজ আহমেদ ইকবাল জেষ্ঠ্য। জন্ম রংপুর শহরের একেবারে প্রাণকেন্দ্রে। শিক্ষা বি.মিউজ (অনার্স) প্রথম শ্রেণীতে প্রথম, বি. এড (প্রথম শ্রেণীতে দ্বিতীয়), এম. এ (বাংলা) প্রথম শ্রেণীতে প্রথম, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। বাংলাদেশ বেতারে অনুষ্ঠান ঘোষণার পাশাপাশি তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাটক, কবিতা আবৃত্তিসহ বাণিজ্যিক বিজ্ঞাপনে কন্ঠ প্রদান করেন নিয়মিতভাবে । বাংলাদেশ বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রের জন্য গান লেখেন মনের তাগিদে। টেলিভিশন ও চলচ্চিত্রের ডাবিং শিল্পের সাথে যুক্ত রয়েছেন অনেক দিন ধরে। এ পর্যন্ত অর্ধশতাধিক টি.ভি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। যার বেশিরভাগই প্রচারিত হয়েছে বাংলাদেশ টেলিভিশন, স্যাটেলাইট চ্যানেলগুলোতে। ভালো লাগে কবিতা ও গান লিখতে।

তথ্যসূত্র: ২০১১ সালে প্রকাশিত  ‘নীল প্রহরের  গাংচিল’  গ্রন্থ থেকে সংকলিত।