সাবেরা তাবাসসুম (Sabera Tabassum)
প্রথম পাতা » জীবনী » সাবেরা তাবাসসুম (Sabera Tabassum)
জন্ম ১৯৭৮ সালের ১৩ই জানুয়ারী বাবার চাকুরীস্থল ময়মনসিং-এ। বর্তমানে সম্মান প্রথম বর্ষের ছাত্রী। লেখালেখির পাশাপাশি গান, আবৃত্তিতে নিয়মিত অংশগ্রহণ এবং অভিনয়ের জগতে পদার্পণ-ইদানীং সময়ে। লেখাপড়া শেষ করে সাংস্কৃতিক কোন বিষয়কে পেশা হিসেবে গ্রহণ করার ইচ্ছে আছে। আধুনিক যুগের কবিদের মধ্যে শামসুর রহমান, সৈয়দ শামসুল হক ও রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতা প্রিয়। ভবিষ্যতে সাহিত্যের অন্যান্য শাখায় ও বিচরণের ইচ্ছে আছে।
তথ্যসূত্র :১৯৯৬ সালে প্রকাশিত ” আমি যখন জানবোনা আমার মৃত্যু হয়েছে ” গ্রন্থ থেকে সংকলিত।