হরিশংকর জলদাস ( harishankar jaladas)
প্রথম পাতা » জীবনী » হরিশংকর জলদাস ( harishankar jaladas)হরিশংকর জলদাস জন্ম : ১২ অক্টোবর ১৯৫৫। চট্টগ্রামের উত্তর পতেংগায়। প্রথম উপন্যাস
‘জলপুত্র’ ‘আলাওল সাহিত্য পুরস্কার’ প্রাপ্ত। দ্বিতীয় উপন্যাস ‘দহনকাল’ লাভ করেছে ‘প্রথম আলো বর্ষ সেরা বই পুরস্কার। ‘রামগোলাম’ হরিজনদের নিয়ে লেখা, ‘সিটি আনন্দ আলো পুরস্কার’ ও ‘বাংলাদেশ মানবাধিকার সম্মাননা পদক’ পেয়েছে উপন্যাসটি। ‘কসবি’ উপন্যাসটি দেহজীবিনীদের নিয়ে লেখা। ‘মোহনা’ লেখকের আরেকটি বিখ্যাত উপন্যাস। ‘আমি মৃণালিনী নই’ রবীন্দ্রস্ত্রীকে নিয়ে লেখকের আরেকটি উপন্যাস। গল্পের বই তিনটি - ‘জলদাসীর গল্প’, ‘লুচ্চা’ আর ‘হরকিশোরবাবু। ২০১২ সালে কথাসাহিত্যে অবদানের জন্য হরিশংকর জলদাস পেয়েছেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।’ এছাড়া পেয়েছেন ‘ড. রশীদ আল ফারুকী সাহিত্য পুরস্কার’, ‘অবসর সাহিত্য পুরস্কার’, ‘নন্দন পুরস্কার।
তথ্যসূত্র: ২০১৪ সালে প্রকাশিত ‘প্রতিদ্বন্দ্বী’ গ্রন্থ থেকে সংকলিত।