মোহাম্মদ আল মনির(Mufammad Al monir)
প্রথম পাতা » জীবনী » মোহাম্মদ আল মনির(Mufammad Al monir)
মোহাম্মদ আল মনির ব্যতিক্রমী প্রতিভাধর একজন লেখকের নাম। বড় ও ছোটদের জন্য তিনি লিখে যাচ্ছেন সমানতালে। ছড়া, কবিতা, গল্প সবখানেই তার স্বচ্ছন্দ বিচরণ। যেখানেই হাত দিয়েছেন, সেখানেই সোনা ফলিয়েছেন, গড়ে নিয়েছেন সাহিত্যাঙ্গনে নিজের অবস্থান। পাঠকমনেও জায়গা করে নিয়েছেন।
১৯৮৪ সাল থেকে তিনি লেখালেখি করে আসছেন। ইতোমধ্যে তার তিনটি গল্প ও দুইটি ছড়ার বই প্রকাশিত হয়েছে। পাঠকহৃদয়ে ফেলেছে ব্যাপক সাড়া। সাফল্যের ঝুলিতে যোগ হয়েছে অনেক সম্মাননা ও পদক। সরোজিনী নাইডু স্বর্ণপদক, নেতাজী সুভাস চন্দ বসু স্বর্ণপদক ও বিশ্ব ললিতকলা একাডেমী সম্মাননা উল্লেখযোগ্য ।
ব্যক্তিগতভাবে সফল ব্যবসায়ী এই লেখক ১৯৭১ সালের ৩১শে ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন ।
বাবা মরহুম আলহাজ্ব মো. শামছুল হক ভূঁইয়া, মা আলহাজ্ব তজিমন নেছা।
তথ্যসূত্র :২০১৮ সালে প্রকাশিত ” বৃক্ষ কবি’” গ্রন্থ থেকে সংকলিত।