ড. তারেক শামসুর রেহমান (tareque shamsur rahman)

প্রথম পাতা » জীবনী » ড. তারেক শামসুর রেহমান (tareque shamsur rahman)


ড. তারেক শামসুর রেহমান (tareque shamsur rahman)

ড. তারেক শামসুর রেহমান  অধ্যাপনার পাশাপাশি একজন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষক হিসেবে দৈনিক কালেরকণ্ঠ, দৈনিক যুগান্তর, দৈনিক নয়াদিগন্ত, দৈনিক সমকাল ও মানবকণ্ঠের নিয়মিত কলাম লিখে যাচ্ছেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও জার্মানিতে। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্মানে ডিগ্রিধারী ড. রেহমানের মূল গবেষণা আন্তর্জাতিক রাজনীতি। উচ্চতর ডিগ্রিও নিয়েছেন আন্তর্জাতিক সম্পর্কে । মৌলিক গ্রন্থের পাশাপাশি সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ। বাংলাদেশ : রাজনীতির ২৫ বছর, গঙ্গার পানি চুক্তি : প্রেক্ষিত ও সম্ভাবনা, বাংলাদেশ: রাষ্ট্র ও রাজনীতি, বাংলাদেশ রাজনীতির ৪০ বছর তাঁর সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। সেই সাথে তাঁর নিজের লেখা সোভিয়েত-বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও সমকালিন বিশ্ব, বাংলাদেশ ও আন্তর্জাতিক রাজনীতি, ইরাক যুদ্ধ পরবর্তী নয়া বিশ্বব্যবস্থা, তৃতীয় বিশ্বে সেনাবাহিনীর ভূমিকা ও উন্নয়ন প্রসঙ্গ, গণতন্ত্রের সংকট প্রসঙ্গে গণতন্ত্রের শত্রু-মিত্রসহ একাধিক গ্রন্থ রয়েছে।
ড. তারেক শামসুর রেহমান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ছিলেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি এই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক।

তথ্যসূত্র: ২০১৫  সালে প্রকাশিত   ’আন্তর্জাতিক রাজনীতি’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ