ড. তারেক শামসুর রেহমান (tareque shamsur rahman)
প্রথম পাতা » জীবনী » ড. তারেক শামসুর রেহমান (tareque shamsur rahman)ড. তারেক শামসুর রেহমান অধ্যাপনার পাশাপাশি একজন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষক হিসেবে দৈনিক কালেরকণ্ঠ, দৈনিক যুগান্তর, দৈনিক নয়াদিগন্ত, দৈনিক সমকাল ও মানবকণ্ঠের নিয়মিত কলাম লিখে যাচ্ছেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও জার্মানিতে। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্মানে ডিগ্রিধারী ড. রেহমানের মূল গবেষণা আন্তর্জাতিক রাজনীতি। উচ্চতর ডিগ্রিও নিয়েছেন আন্তর্জাতিক সম্পর্কে । মৌলিক গ্রন্থের পাশাপাশি সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ। বাংলাদেশ : রাজনীতির ২৫ বছর, গঙ্গার পানি চুক্তি : প্রেক্ষিত ও সম্ভাবনা, বাংলাদেশ: রাষ্ট্র ও রাজনীতি, বাংলাদেশ রাজনীতির ৪০ বছর তাঁর সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। সেই সাথে তাঁর নিজের লেখা সোভিয়েত-বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও সমকালিন বিশ্ব, বাংলাদেশ ও আন্তর্জাতিক রাজনীতি, ইরাক যুদ্ধ পরবর্তী নয়া বিশ্বব্যবস্থা, তৃতীয় বিশ্বে সেনাবাহিনীর ভূমিকা ও উন্নয়ন প্রসঙ্গ, গণতন্ত্রের সংকট প্রসঙ্গে গণতন্ত্রের শত্রু-মিত্রসহ একাধিক গ্রন্থ রয়েছে।
ড. তারেক শামসুর রেহমান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ছিলেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি এই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক।
তথ্যসূত্র: ২০১৫ সালে প্রকাশিত ’আন্তর্জাতিক রাজনীতি’ গ্রন্থ থেকে সংকলিত।