তারনিমা ওয়ারদা আন্দালিব (tarnima warda andalib)

প্রথম পাতা » জীবনী » তারনিমা ওয়ারদা আন্দালিব (tarnima warda andalib)


তারনিমা ওয়ারদা আন্দালিব (tarnima  warda andalib)

তারনিমা ওয়ারদা আন্দালিব
জন্ম : ৫ সেপ্টেম্বর
কবি তারনিমা ওয়ারদা আন্দালিব পিএইচডি করছেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং-এ মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল স্কিম স্কলারশিপ- এর আওতায় এবং সেখানে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও নিয়োজিত আছেন। তার শিক্ষা জীবনের শুরুটা হয়েছিল Scholastica থেকে; পরবর্তীতে তিনি উদয়ন বিদ্যালয় থেকে এসএসসি, রাইফেলস পাবলিক কলেজ থেকে এইচএসসি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলরস (কম্পিউটার সাইন্স), ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে মাস্টার্স (শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন) এবং ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে এমবিএ (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) করেন। পড়াশুনার পাশাপাশি তিনি লেখালেখি, সঙ্গীত, নৃত্য, বিতর্ক প্রতিযোগিতা এবং আলোকচিত্র শিল্পে একাধিক পুরস্কার পেয়েছেন।

তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত  ‘উড়ন্ত অভীপ্সা’  গ্রন্থ থেকে সংকলিত।