মো. রাসেল হাসান (জীবনী)

প্রথম পাতা » জীবনী » মো. রাসেল হাসান (জীবনী)


 মো. রাসেল হাসান

জন্ম ১২ই ফেব্রুয়ারি ২০০৬ সালে। তাঁর বাড়ি নেত্রকোনা জেলা সদরের মৌগাতি ইউনিয়নের নওয়া কুশলগাঁও গ্রামে। পিতা মো. সিদ্দিকুর রহমান ও মাতা মো. আনোয়ারা আক্তার। বর্তমানে তিনি মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে অধ্যায়নরত এবং বেশকিছু পত্রিকায় কিশোর সাংবাদিক হিসেবে কর্মরত। কবিতা লিখতে লিখতে কখন যে তাঁর সুদীর্ঘ রাত পেরিয়ে যায়, মোটেও তিনি টের পান না। অনেক জ্যোত্মাধোয়া তারা ভরা রাত তাঁর আকাশের দিকে তাকিয়েই কেটে যায়। মাথায় কিলবিল করে রঙ-বেরঙের সহ ভাবনা। স্বপ্ন দেখেন, এই ১৫ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’-এর মতো তাঁর জ্যোৎস্নাধোয়া রাত’ কাব্যগ্রন্থটি প্রকাশ পাবে তিনি ‘দক্ষিণ হাওয়া’ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। লেখালিখি করেন অসংখ্য পত্র পত্রিকায় সাহিত্য-কৃতির স্বীকৃতি স্বরূপ তিনি ও ক্রেস্ট পেয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্কাইভস ও জাতীয় গ্রন্থাগ- পরের লেখক হিসেবেও তালিকাভুক্ত হয়েছেন এ কিশোর কবি।