মো. সাফিউল ইসলাম (জীবনী)

প্রথম পাতা » জীবনী » মো. সাফিউল ইসলাম (জীবনী)


মো. সাফিউল ইসলাম
জন্ম : ১৯৯৪ সালের ১০ অক্টোবর জয়পুরহাট জেলার কালাই থানার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রামে শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম- মো. সানাউল ইসলাম, মাতার নাম- মোছা: বুলবুলি বিবি 1 পেশা : তিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, পত্নীতলা, নওগাঁতে কর্মরত আছেন। এছাড়াও লেখক বিভিন্ন সামাজিক ও মানবিক
কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। সম্মাননা : কলকাতার বিশ্ব বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত ‘বঙ্গ সাহিত্য পত্রিকা’ সেরা লেখকের সম্মাননা সনদ অর্জন করে।  প্রজাপতি সাহিত্য পরিষদ’ ও ‘বিদ্যাপীঠ সাহিত্য পরিষদ থেকে সম্মাননা স্মারক অর্জন করেন। ‘সাহিত্যোদ্যান’ থেকে কবিআখড়ার  সেরা কবিয়ালের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট অর্জন করেন। নবকণ্ঠ প্রকাশনী হতে ‘প্রতিভার উন্মেষ কবি সম্মাননা-২০২১’ মেডেল অর্জন করেন। এছাড়াও ‘ভ্রাম্যমাণ পাবলিকেশন’ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ অর্জন করেন। লেখকের অনেক কবিতা স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হচ্ছে নিয়মিত প্রকাশিত গ্রন্থ : যৌথ কাব্যগ্রন্থ- ‘প্রতিভার উন্মেষ ‘স্বপ্নের স্বাধীনতা’ ও ‘সাদা মেঘে উড়াই মৌনতা’। “উন্নয়ন মাতা শেখ হাসিনা’ লেখকের প্রকাশিত প্রথম একক গ্রন্থ