রোকসানা রহমান(জীবনী)

প্রথম পাতা » জীবনী » রোকসানা রহমান(জীবনী)


রোকসানা রহমান

কবি রোকসানা রহমান, জন্ম: ১৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ। সমাজের প্রচলিত অন্ধকারে নিক্ষিপ্ত জীবনকে বহুমুখী প্রতিভার বিচরণে আলোকিত করার ঘটনা বিরল। সংসার সামলে বহুবিচিত্র পরীক্ষার মধ্য দিয়ে অসম্ভব সাহসিকতায় জীবনকে সামনের সারিতে আনাও নারীর জন্য বিশাল চ্যালেঞ্জ। নারীর ব্রাকেটবন্দী স্বাধীনতার মধ্য থেকে সে লড়াইটা চালিয়ে গেছেন তিনি। আদমজী জুট মিলে কর্মরত মুক্তিযোদ্ধা বাবা শৈশবে এ উদ্যমের বীজ বপন করে গেছেন। মা ছিলেন মহিলা ক্লাবের সন্মানিত সদস্য। পেশাগত জীবনে তিনি একজন বিউটিশিয়ান এবং ইয়োগা প্রশিক্ষক ছিলেন। সাংস্কৃতিক বলয়ে বেড়ে ওঠা রুকসানা রহমান পঞ্চম শ্রেণিতে পড়ার সময় তার প্রথম লেখা প্রকাশ হয় স্কুলের ম্যাগাজিনে। রুকসানা চৌধুরী অনন্যা ম্যাগাজিন, আনন্দ ভুবন, দৈনিক মানবজমিন, ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় কবিতা গল্প,উপন্যাসসহ নানা বিষয়ে লিখতে থাকেন। তিনি “শব্দকুঠি” লিটল ম্যাগাজিনের সম্পাদক এবং “ম্যাজিক লণ্ঠন” এর সহ সম্পাদক হিসেবে যুক্ত আছেন ।
অন্যান্যগ্রন্থ-
বাংলাদেশ কবি ও কবিতা (যৌথ - ২০০৬)
শত বছরের কবিতা (যৌথ - ২০০৬)
তোমাকে (উপন্যাস - ২০০৭)
-জ্যোত্স্না ডোবে (উপন্যাস – ২০০৭)
স্বপ্ন পুরুষ (কবিতা - ২০০৭)
দুই প্রজন্মের গল্প (গল্প - ২০০৮)
মৃৎপ্রদীপ (কবিতা - ২০০৮)
আমলকী জল (কবিতা - ২০১০)
ডাকশুনেছি (কবিতা - ২০১১)
রাত্রির কিনারে জ্যোৎস্নার মিছিল (কবিতা - ২০১৩)
নক্ষত্রের দিনরাত্রি (উপন্যাস - ২০১৪)
অসম্ভবের স্বপ্ন বুনি (কবিতা- ২০১৫)
An Anthology of Bangla poems (যৌথ)
Golden Renal Poetry Bangladesh - 1916 (যৌথ)
একা নদী কাঁদে (কবিতা - ২০১৭)
দুই প্রজন্মের (গল্প- ২০১৮)
মগ্নতা স্পর্শ করি (কবিতা - ২০১৯)
ভালো থেকো ভালোবাসা (২০১৯)
ভাসাবো সেই ভেলায় (গল্প)

তথ্যসূত্র .২০২৩ সালে প্রকাশিত বসন্ত রেখে আসবো  গ্রন্থ থেকে সংকলিত।