শাহান আরা হোসাইন মেরী ( sahan ara hossain mary )

প্রথম পাতা » জীবনী » শাহান আরা হোসাইন মেরী ( sahan ara hossain mary )


শাহান আরা হোসাইন মেরী

শাহান আরা হোসাইন মেরী

শাহান আরা হোসাইন মেরীর জন্ম লক্ষ্মীপুর জেলার মহাদেবপুর গ্রামে । পিতা মরহুম এ.কে.এম. মোফাজ্জল হোসাইন, মাতা আয়েশা হোসাইন। নয় ভাই বোনের মধ্যে তিনি ষষ্ঠ । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা ইমপিরিয়াল কলেজে অধ্যাপনা করছেন। দীর্ঘ জীবন শিক্ষকতা ও অমনোযোগী শিক্ষার্থীদের কাউন্সিলিং করার সময় তিনি এই প্রজন্মকে খুব কাছে থেকে পর্যবেক্ষণ করেছেন। তাদের আচার-আচরণ ও মূল্যবোধ এবং সমাজের নৈতিক স্খলন তার মনে বিশেষভাবে রেখাপাত করেছে । তাই তিনি এই প্রজন্ম ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই ‘সমকালীন ভাবনা’ বইটি লেখার প্রয়াস পেয়েছেন।

ছোটবেলা থেকেই গল্প, কবিতা, প্রবন্ধ লেখায় বিশেষ আগ্রহী । বিভিন্ন ম্যাগাজিন ও বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে । তবে গ্রন্থ হিসেবে এটিই প্রথম প্রকাশনা ।

 তথ্যসূত্রঃ ২০২৪ সালে সমকালীন ভাবনা গ্রন্থ  থেকে  প্রকাশিত ।