মোহাম্মদ আলমগীর জুয়েল ( mohammod alamgir jewel )
প্রথম পাতা » জীবনী » মোহাম্মদ আলমগীর জুয়েল ( mohammod alamgir jewel )মোহাম্মদ আলমগীর (জুয়েল)
একজন কবি, গবেষক, প্রাবন্ধিক, সম্পাদক, আবৃত্তিকার, মঞ্চ অভিনেতা, নাট্যলেখক, নির্দেশক এবং মিডিয়া ব্যক্তিত্ব।
তিনি নোয়াখালীর বেগমগঞ্জ থানার কুতুবপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন সরকারি উচ্চ পদস্থ একজন অবসরপ্রাপ্ত কর্মকতা। মাতা বেগম হালিদা আক্তার গৃহিণী। তিনি ২০০৩ সালে এম, এ অধ্যয়ন সম্পূর্ণ করেন। পাশাপাশি আইন বিষয়ও পড়াশোনা করেন। শিক্ষা জীবন থেকে তিনি চিত্রকলাসহ সাহিত্য- সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি বিভিন্ন নামিদামি ও জাতীয় পত্রিকায় ছড়া, কবিতা, ছোট গল্প প্রবন্ধ ও গান লিখতেন। একসময় অভিনয় ও আবৃত্তিতে জনপ্রিয়তা পায় এবং সবার দৃষ্টি কাড়েন।
মুক্তিযুদ্ধ বিষয়ক তার লেখা “ঐ রাজাকার বাংলা ছাড়” এবং “সন্ত্রাস মুক্ত দেশ চাই” নব্বইয়ের দশকে এই দুটি নাটক বিভিন্ন মঞ্চে ব্যাপক জনপ্রিয়তা পায়। তিনি একসময় দৈনিক জাতীয় নিশান পত্রিকায় সাহিত্য সম্পাদক, পরবর্তীতে চিত্রবাংলা ও চিত্রালীতে যুক্ত হন।
বর্তমানে-পংক্তিমালা জাতীয় পাঠক ও সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, সোশ্যাল হিউম্যান ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি, ধ্রুববাণী পত্রিকার প্রধান উপদেষ্টা, প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের প্রধান উপদেষ্টা সহ ৭০-৮০টি বিভিন্ন ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক এবং সামাজিক ও মানবিক সংগঠনের উপদেষ্টা। ছোটদের নিয়ে লেখা “পংক্তিমালা” ছড়া কাব্যগ্রন্থ একুশে বইমেলা ২০১৭ এটি কবির একক কাব্য হিসাবে প্রকাশিত হয়। এপর্যন্ত ৩০-৪০টি যৌথ কাব্য প্রকাশিত হয়েছে। তিনি বর্তমানে ইংরেজি সাহিত্য নিয়মিত লিখছে এবং প্রচুর এওয়ার্ড মনোনীত হচ্ছেন।
তথ্যসূত্রঃ ২০২৪ সালে অপূর্ণ ভালোবাসা গ্রন্থ থেকে প্রকাশিত ।