আইয়ুব মুহাম্মদ খান ( ayub muhammad khan )
প্রথম পাতা » জীবনী » আইয়ুব মুহাম্মদ খান ( ayub muhammad khan )আইয়ুব মুহাম্মদ খান
পৈতৃক ভিটা মানিকগঞ্জ ও রাজধানী শহর ঢাকার আলোবাতাসে বেড়ে উঠেছেন। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে। তাঁর লেখালেখির মূখ্য বিষয় উপন্যাস।
তিনি বাংলা একাডেমিতে গবেষণা কর্মকর্তা হিসেবে কাজ করেন এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে সম্পৃক্ত আছেন। তিনি বিশ্ব সংস্কৃতি অঙ্গনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি বাংলা একাডেমির সদস্য। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন ।
প্রকাশিত গ্রন্থ :
উপন্যাস : শিমুলপুরের আবদুল (২০০৫); জীবনের চাওয়া পাওয়া (২০১০); বালিকার স্বপ্ন (২০১০); অপরাজিতা (২০১২); কাঁদে জমিন, জমিন হাসে (২০১৯); শেষ বিকেলের ভালোবাসা (২০২০): সপ্তদশীর ভালোবাসা (২০২১); যে কখনো ভালোবাসে (২০২২) ও বর্ষাভোরে ঘন মেঘ (২০২৩)।
প্রকাশিত ব্যাকরণগ্রন্থ : Essential English Grammar (২০০৭)।
পুরস্কার : ‘কাঁদে জমিন, জমিন হাসে’ উপন্যাসের জন্য লেখা প্রকাশ সাহিত্য পুরস্কার (২০১৮)।
সবচেয়ে ভালো লাগে : মায়ের সঙ্গে বসে কথা বলতে।
শখ : বই পড়া; গান গাওয়া; গান শোনা ও ভ্রমণ করা।
তথ্যসূত্রঃ ২০২৪ সালে পদ্মপাতার ঢেউ গ্রন্থ থেকে প্রকাশিত ।