রওশন জাহান মাসুমা ( rowshan jahan masuma )
প্রথম পাতা » জীবনী » রওশন জাহান মাসুমা ( rowshan jahan masuma )রওশন জাহান মাসুমা
অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মর্নিংসান ইংলিশ এন্ড বাংলা মিডিয়াম স্কুল, পটুয়াখালী ।
পিতা: মরহুম
আলহাজ্ব সেকান্দার আলী খান। মাতা: জাহানারা বেগম।
বৈবাহিক সুত্রে আবব্ধ হয় এ্যাডভোকেট মোজাম্মেল হোসেন তপন। দুই কন্যা সন্তান। মেহের আফরোজ নদী (ইঞ্জিনিয়ার) ও মেহেরাঙ্গেজ অর্পা (ইঞ্জিনিয়ার) । লেখকের জন্ম পটুয়াখালী । ১৫ জানুয়ারি ১৯৭৩ খ্রিস্টাব্দ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পটুয়াখালী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। পটুয়াখালী মহিলা কলেজ। গ্রাজুয়েশন করে পটুয়াখালী সরকারি কলেজ।
পটুয়াখালী লাউকাঠি নদীর তীরে স্বনির্ভর রোডের চরপাড়ায়, তার শৈশব, কৈশোর, যৌবন। ব্যক্তি জীবন ও কর্মক্ষেত্রে সৌখিনতার পরিচয় রেখেছে। গান শোনা, গল্পের বই পড়ার নেশা ছোটবেলা থেকেই। জ্যোৎস্নারাত, নদী, গোধূলি সময়ের প্রেমে পড়ে ছোটবেলা থেকে, বলা যায় প্রকৃতিপ্রেমী। নিজ মনে শব্দ নিয়ে খেলায় মত্ত হয়ে তিনি সৃষ্টি করেছেন। তিনটি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস ও ১ টি গল্পসমগ্র ।
প্রকাশিত কাব্যগ্রন্থ:
গোধূলির লগ্ন, প্রকাশকাল - ২০১৫ খ্রিস্টাব্দ। মেঘবালিকা, প্রকাশকাল - ২০১৮ খ্রিস্টাব্দ। জলরঙে আঁকা, প্রকাশকাল - ২০১৮ খ্রিস্টাব্দ। প্রকাশিত উপন্যাস:
মেঘে মেঘে ছায়া, প্রকাশকাল - ২০১৯ খ্রিস্টাব্দ। গোলকধাঁধা, প্রকাশকাল - ২০২০ খ্রিস্টাব্দ। নষ্ট উপাখ্যান, প্রকাশকাল - ২০২৩ খ্রিস্টাব্দ। ও প্রকাশিত গল্পসমগ্র
নিভ্রবিন্দু, প্রকাশকাল - ২০২০ খ্রিস্টাব্দ। নিষিদ্ধ পল্লীর সুজন, প্রকাশকাল - ২০২৪ খ্রিস্টাব্দ।
তথ্যসূত্রঃ ২০২৪ সালে নিষিদ্ধ পল্লীর সুজন গ্রন্থ থেকে প্রকাশিত ।