শাহিন আহমেদ ( shahin ahmed )

প্রথম পাতা » জীবনী » শাহিন আহমেদ ( shahin ahmed )


 শাহিন আহমেদ

শাহিন আহমেদ

এই নামেই তিনি পরিচিত । প্রকৃত নাম আলী আহমেদ । জন্ম : ০১ জানুয়ারি ১৯৮৯ ইং ফেনী জেলার পরশুরাম থানার অন্তর্গত অলকা গ্রামে । পিতাঃ আব্দুল করিম, মাতা: আম্বিয়া খাতুন । বাবা মায়ের দশ সন্তানের মধ্যে তিনি ১০ম ।

পড়াশোনা: তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন নিজ গ্রামে। অতপর তিনি আরবী, ফার্সী ও উর্দু শিক্ষা গ্রহণ করেন আট বছর। অতঃপর পার্শ্ববর্তী উপজেলা ফুলগাজী চলে যান লজিংয়ে । সেখানে নবম শ্রেণিতে ভর্তি হয়ে তিনি মাধ্যমিকে ২য় স্থান অর্জন করে পাস করেন । একই উপজেলায় উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি ঢাকায় আসেন ২০০৬ সালে। কবি নজরুল সরকারি কলেজ থেকে স্নাতক পাস করে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সমাজ কল্যাণ অনুষদ থেকে থেকে এমএসএস সম্পন্ন করেন ২০১৪ সালে ।

পেশাঃ অধ্যয়নরত অবস্থায় পেশাগতভাবে তিনি বিভিন্ন খন্ডকালীন চাকুরি ও ব্যবসা করেছেন । অতঃপর ২০০৮ সালে একটি ম্যাগাজিন পত্রিকায় সাংবাদিকতার সাথে যুক্ত হয়ে বর্তমানে ২টি অনলাইন পত্রিকায় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ২০১৫ সালে নাট্য পরিচালনার মাধ্যমে প্রায় ৭ বছর মিডিয়ায় টেলিভিশন নাটক, টেলিফিল্মসহ শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, ডকুমেন্টারি, বিজ্ঞাপন, ফটোশুট ইত্যাদি নির্মাণ করেছেন। বর্তমানে তিনি কয়েকটি ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করেন। এছাড়াও তিনি অপরাজিতা বিজনেস সোসাইটি এবং ইউটিউবার অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ-ইয়াব এর প্রতিষ্ঠাতা। নিজের ব্যবসার পাশাপাশি অপরাজিতার চেয়ারম্যান এবং ইয়াব এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ।

অর্জন: তিনি সহকর্মী, প্রতিবেশী ও বন্ধু-বান্ধব থেকে যে আস্থা ও বিশ্বাস পেয়েছেন সেটাই একমাত্র অর্জন ।

শখ: তিনি একা থাকতে পছন্দ করেন । কর্মের মাধ্যমে মানুষকে সেবা দান নিত্য অভ্যাস । অবসরে তিনি বাকি পড়ে থাকা কাজ করতে অথবা নতুন কাজের পরিকল্পনা করতে ভালবাসেন ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত অপরাজিতার গল্প গ্রন্থ থেকে সংকলিত।