মো. সাইফুল ইসলাম ( md.saiful islam )

প্রথম পাতা » জীবনী » মো. সাইফুল ইসলাম ( md.saiful islam )


মো. সাইফুল ইসলাম

মো. সাইফুল ইসলাম

(তিনি লেখালেখি করেন ইসলাম সাইফুল নামে)। জন্ম ৩১ ডিসেম্বর ১৯৬৪ খ্রিষ্টাব্দে, কিশোরগঞ্জ। পৈত্রিক নিবাস নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ডোমনমারা গ্রামে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষিতে স্নাতক এবং সিভিল সার্ভিস কলেজ থেকে এমপিএ ডিগ্রি অর্জন করেন । তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কলেজ ছাত্র সংসদের নির্বাচিত বার্ষিকী সম্পাদক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সহ সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১১তম বিসিএস-এর প্রশাসন ক্যাডারের সদস্য। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব । তাঁর লেখালেখির সূচনা কলেজ জীবনে। কবিতা লিখেন নিয়মিত। তাঁর কবিতার মূল্য উপজীব্য প্রেম। “ভোরের স্বপ্নে মগ্ন” কাব্যগ্রন্থটি এই ধারাবাহিকতার বাইরে নয় । চমৎকার চিত্রকল্প রয়েছে তার কবিতার বয়ানে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ কপোতাক্ষীর সাথে আধেক প্রেম (২০২০), নোনা জলে ধুয়ে দেখি অন্য ছবি গোপনে গোপনে (২০২১) এবং চলে এসো সন্ধ্যায় (২০২২)। তিনি লেখালেখির পাশাপাশি নাটকে অভিনয় করেন। ছয় ভাই-বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। তাঁর সহধর্মিনী নুসরাত সুলতানা, ছেলে আজফার আবদুল্লাহ্ আহবাব দীপ এবং মেয়ে সুমাইয়া নওরিন দ্যুতি । কবিতাগ্রন্থ রাত জাগা আঁখি ২০২৩ প্রকাশিত হয়েছে। তিনি তার সাহিত্য কর্মের জন্য বঙ্গসভা প্রতিযোগিতা ২০২৩ ও The International Creative Arts Awards 202৩ পুরস্কার এ ভূষিত হয়েছেন ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত ভোরের স্বপ্নে মগ্ন গ্রন্থ থেকে সংকলিত।