শেখ মোঃ শিপন আলী ( sheikh md. shipon ali )

প্রথম পাতা » জীবনী » শেখ মোঃ শিপন আলী ( sheikh md. shipon ali )


শেখ মোঃ শিপন আলী

শেখ মোঃ শিপন আলী

১৯৮৬ সালের ২ মার্চ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জোকা গ্রামে জন্মগ্রহন করেন, পিতা মোঃ আব্দুর রশিদ শেখ, মাতা সালেহা বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ও প্রথম শ্রেণীতে (তৃতীয়) স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশনে উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ-এর প্রতিষ্ঠতা সাধারণ সম্পাদক হিসাবে ২০১০ থেকে ১৩ সাল পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে পরিবেশ সংগঠন যুব পরিবেশবিদ সমিতি বাংলাদেশ (ইয়েসবিড)’ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শেখ মোঃ শিপন আলী দেশের একমাত্র নন-লাইফ সরকারি প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করার পাশাপাশি বীমা বর্তমানে শখের বশে লেখালেখিতে মনোনিবেশ করেছেন প্রকৃতি অন্তপ্রাণ এ মানুষটি সবসময় পরিবেশ প্রতিবেশের কল্যাণের জন্য কাজ করে যেতে চান। পত্রিকা এবং সাময়িকীতে পরিবেশ বিষয়ক প্রবন্ধ দিয়ে লেখালেখির শুরু হলেও ‘রূপালি রোদের ঘ্রাণ’ তার প্রথম কাব্যগ্রন্থ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত রুপালি রোদের ঘ্রাণ  গ্রন্থ থেকে সংকলিত।