সোহানী শিফা ( sohani shifa )

প্রথম পাতা » জীবনী » সোহানী শিফা ( sohani shifa )


সোহানী শিফা

সোহানী শিফা

ঢাকা লালবাগের মেয়ে। সেখানেই তার বেড়ে ওঠা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ ডিগ্রি সম্পন্ন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে এম.বি.এ ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষাজীবন থেকেই চাকরি করেন। ১১ বছরের কর্মজীবনে শিক্ষকতা ও সাংবাদিকতা পেশায় কাজ করেছেন। বেসরকারি রেডিওতে সংবাদ উপস্থাপনা করেন অনেকদিন । তিনি মূলত জনসংযোগ পেশায় ক্যারিয়ার গড়েছেন । এর পাশাপাশি লেখালেখি তার শখ। কবিতা লিখতে এবং আবৃত্তি করতে পছন্দ করেন । ২০১১ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার প্রথম ক্রাইম থ্রিলার উপন্যাস ‘বয়ফ্রেন্ড ডট কম’। তিনি বই পড়তে পছন্দ করেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার পড়া বইয়ের রিভিউ করে অন্যদের বই পড়তে উৎসাহিত করেন ।

ব্যক্তিগত জীবনে স্বামী মো. মনিরুজ্জামান, ছেলে মেহমেদ জামান ও মেয়ে মেহরিমাহ্ জামানকে নিয়ে ঢাকায় বসবাস করছেন।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত থ্রিলার লাশ নম্বর ৪০৩ গ্রন্থ থেকে সংকলিত।