মো. সোয়াইব ভূঁইয়া ( md.soyaib vhuiyan )

প্রথম পাতা » জীবনী » মো. সোয়াইব ভূঁইয়া ( md.soyaib vhuiyan )


মো সোয়াইব ভূঁইয়া

মো. সোয়াইব ভূঁইয়া

জন্ম ২৫ ডিসেম্বর ১৯৯৭। পিতা মো বাবুল ভূঁইয়া, মাতা শামিমা বেগম, স্ত্রী মুন্নি আক্তার। গ্রাম ধন্দী, থানা আড়াইহাজার, জেলা নারায়ণগঞ্জ, লেখাপড়া, এসএসসি ২০১৩ সাল বুরুমদী এএলএমএইচ বহুমুখী উচ্চ বিদ্যালয়, এইচএসসি ২০১৫ সাল নাজিমউদ্দীন ভূঁইয়া ডিগ্রি কলেজ, স্নাতক পাশ ২০২০-২০২১ শিক্ষাবর্ষ সরকারী মুড়াপারা বিশ্ববিদ্যালয় রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, লেখালেখি জীবন শুরু ২০০৭ সাল থেকে, লিখেছেন বিভিন্ন পত্র পত্রিকায়। তন্মধ্যে- ভোরের প্রতিভা (আড়াইহাজার থানা) সাপ্তাহিক খোরাক পত্রিকা (মাধবদী থানা) মাসিক মৌমাছি (ঢাকা)। পুরষ্কার অর্জন-

জাতীয় কবিতামঞ্চ আয়োজিত দুর্নীতি বিষয়ক সেরা কবিতা পুরষ্কার ২০২০, কাব্যকথা সাহিত্যে পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু সাহিত্য পুরষ্কার ২০২২, মৌমাছি সাহিত্য গ্রন্থ পুরষ্কার ২০২২। বিভিন্ন সংকলনে লেখা প্রকাশিত হয়েছে যেমন- কাব্যগ্রন্থ দোয়েল, মনপ্রবাহ, বায়ান্ন থেকে একাত্তর, আমরা করবো জয়, অবশেলে বৃষ্টি ইত্যাদি, বর্তমানে একটি বেসরকারি হাসপাতালের ফার্মেসীতে কর্মরত।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত আমার কন্যা আমার দেশ গ্রন্থ থেকে সংকলিত।