রথি আক্তার ( rothi akter )

প্রথম পাতা » জীবনী » রথি আক্তার ( rothi akter )


রথি আক্তার

রথি আক্তার

জন্মঃ ৫ সেপ্টেম্বর ১৯৯৮ ইং শরিয়তপুর পালন থানায়। কিন্তু পরিবার ঢাকায় থাকতে । তাই তার জন্মের পর তাকে নিয়ে ঢাকা চলে আসেন। ঢাকাতেই বড় হওয়া । পিতা: বাচ্চু মাদবর, মাতা: সেলিনা আক্তার । বাবা মায়ের ৫ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয় ।

পড়াশোনা: শিক্ষা গ্রহণ করেন ঢাকাতেই এখানেই তিনি পড়াশোনা করেন । বাবা ব্যবসা করেন ।

পেশা: পেশাগতভাবে তিনি ছাত্রী মডেল ও অভিনয় শিল্পী, এছাড়াও তিনি শখ করে শিখেছেন ঢাকার একটা বেসরকারি নাসিংকলেজ থেকে নার্সিং কোর্সও করেছেন পাশাপাশি অনলাইন ব্যবসাও করেন। সম্প্রতি তিনি অপরাজিতার যাত্রাবাড়ী টিমের সদস্য সচিব নির্বাচিত হয়েছেন এবং এখানে বিভিন্ন রকম দলগত বিজনেসের সাথে যুক্ত হয়েছেন ।

অর্জন: তিনি অপরাজিতা থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার সম্মাননা পেয়েছেন । এছাড়াও শিক্ষাজীবনে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন পুরস্কার পেয়েছেন ।

শখ : তার শখের তালিকায় রয়েছে ভ্রমণ, কবিতা লেখা এবং মডেলিং ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত অপরাজিতার গল্প গ্রন্থ থেকে সংকলিত।