সুবর্ণা মোস্তফা ( suborna mustafa )

প্রথম পাতা » জীবনী » সুবর্ণা মোস্তফা ( suborna mustafa )


সুবর্ণা মোস্তফা

সুবর্ণা মোস্তফা 

জন্মঃ ১৬ এপ্রিল ১৯৯২ ইং

ঢাকা বংশাল থানার অন্তর্গত পুরান ঢাকার বংশাল পিতা: মৃত মোঃ মোস্তফা

মাতা: আয়েশা বেগম

বাবা মায়ের চার সন্তানের মধ্যে তিনি প্রথম ।

পড়াশোনা: প্রাথমিক শিক্ষা গ্রহণ ঢাকায় জন্ম ।

পেশা: পেশাগতভাবে তিনি অনলাইন/অফলাইন এ ড্রেস সেলার, অফলাইনে ছোট একটি দোকান আছে, পাশাপাশি একটি মাদ্রাসার ইংরেজি শিক্ষিকা হিসেবে কর্মরত । এছাড়াও সম্প্রতি তিনি অপরাজিতা যাত্রাবাড়ি টিমের সদস্য হয়েছেন এবং সেখানে বিভিন্ন রকম দলগত বিজনেসের সাথে যুক্ত রয়েছেন ।

অর্জন: তিনি অপরাজিতা থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার সম্মাননা পেয়েছেন । এছাড়া বিজনেস করার সুবাদে অন্যান্য বিজনেস প্রোগ্রামে কয়েক বার সম্মাননা

পেয়েছেন ।

শখ: তার শখের তালিকায় শীর্ষে রয়েছে বই পড়া। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত অপরাজিতার গল্প গ্রন্থ থেকে সংকলিত।