ড. সুলতান মাহমুদ ( dr. sultan mahmud )
প্রথম পাতা » জীবনী » ড. সুলতান মাহমুদ ( dr. sultan mahmud )ড. সুলতান মাহমুদ
জন্মগ্রহণ করেছেন পাবনায় ১৯৮২ সালে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। অল্প কিছুদিনের মধ্যেই
প্রভাষক হিসেবে যোগদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখে চলেছেন। বাংলাদেশের রাজনীতি, মুক্তিযুদ্ধ, উন্নয়ন,
নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতি বিষয়ে এ পর্যন্ত তাঁর রচিত গ্রন্থের সংখ্যা ১৬টি। তাঁর রচিত গ্রন্থসমূহ হলো (সর্বশেষ প্রকাশিত ক্রমানুসারে): (১) শেখ রাসেলের জীবনকথা; (২) বঙ্গবন্ধুর কিশোরবেলা; (৩) নিরাপত্তা
অধ্যয়ন; (৪) নেতৃত্বে বঙ্গবন্ধু: ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ; (৫) মুক্তিযুদ্ধ: প্রস্তুতি থেকে বিজয়; (৬) বাংলাদেশ সংবিধান : প্রেক্ষিত এবং প্রাসঙ্গিকতা; (৭) বাংলাদেশে দলীয় রাজনীতি; (৮) ষোলো বছরে শেখ হাসিনার সাফল্য; (৯) রাজনীতি অভিধান; (১০) বাংলাদেশ: রাজনৈতিক ঘটনাকোষ (২০১০-২০১৯);
(১১) বাংলাদেশে রাজনৈতিক উন্নয়ন;
(১২) আন্তর্জাতিক সম্পর্ক: মূলনীতি ও পররাষ্ট্রনীতি; (১৩) বিশ্ব রাজনীতি : অতীত ও বর্তমান;
(১৪) মুক্তিযুদ্ধের একাত্তর; এবং
(১৫) রাজনীতি ও কূটনীতিকোষ ।
তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত আন্তর্জাতিক যুদ্ধ সংকট এবং উওেজনা গ্রন্থ থেকে সংকলিত।