নাহিদ ফেরদৌস ( nahid ferdaus )

প্রথম পাতা » জীবনী » নাহিদ ফেরদৌস ( nahid ferdaus )


নাহিদ ফেরদৌস

নাহিদ ফেরদৌস

জন্ম মধুমতী তীরবর্তী গোপালগঞ্জ শহরে। ঢাকা বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘ভূগোল ও পরিবেশ বিভাগে প্রথম শ্রেণিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের নৈসর্গিক পরিবেশ আর পরবর্তীতে ইউএসএইড বাংলাদেশ’-এ বন ও পরিবেশ বিভাগে কাজের মাধ্যমে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্কে জড়িয়ে যান। সেখান থেকেই প্রেম, প্রকৃতি আর বহমান জীবনকে একসূত্রে বেঁধেছেন। প্রকৃতির সান্নিধ্যে থেকে অর্জিত ভাবাবেগ কবি-মনে প্রেম, বিরহ ও নৈসর্গিকতার অবতরণা করে; যা পরবর্তীতে তার কবিতার মাধ্যমে ফুটে উঠেছে ভিন্ন ভিন্ন মাত্রায় বিষাদে ভেজা শার্ট কাব্যগ্রন্থে।

স্কুল ও কলেজ জীবনে নিয়মিত ও অনিয়মিতভাবে লিখেছেন বিভিন্ন ম্যাগাজিন ও স্থানীয় পত্রিকায়। কবিতার প্রতি ভালোবাসা থেকে মঞ্চে কবিতা আবৃত্তি শুরু তিন বছর বয়সে। ২০২৩ সালে একুশে বইমেলায় যৌথভাবে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতা মঞ্জরী’।

২০১৪ সাল থেকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জীবন-যাপন শুরু করেন। সেখান থেকেই তিনি বাংলাদেশের জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তর-এ কন্ট্রিবিউটিং রাইটার হিসেবে কাজ করছেন।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত বিষাদে ভেজা শার্ট গ্রন্থ থেকে সংকলিত।