বিলকিস সুলতানা রীনা ( bilkis suntana rina )
প্রথম পাতা » জীবনী » বিলকিস সুলতানা রীনা ( bilkis suntana rina )বিলকিস সুলতানা রীনা
জন্ম পহেলা জানুয়ারি ১৯৭১ । পৈতৃক বাড়ি - চাঁদপুর জেলার মতলব (উত্তর) উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামে।
স্থায়ী ভাবে ঢাকায় বসবাসকারী তাই শৈশব ও কৈশোর কেটেছে বাঁধভাঙা আনন্দে নাখালপাড়ায়। বাবার নাম- মৃত সরদার মোঃ মোহসীন (ইঞ্জিনিয়ার) তিনি বাংলাদেশ অক্সিজেন লিমিটেড, তেজগাঁও ঢাকায় কর্মজীবন শেষ করেছিলেন।
মা- রওশন আরা একজন গৃহিণী। চারবোন ও তিন ভাই নিয়ে সাজানো সংসার।।
এসএসসি পরীক্ষা ১৯৮৬ এবং এইচএসসি পরীক্ষা ১৯৮৮। এরপর ঢাকা ইউনির্ভাসিটির অধীনে ইডেন মহিলা কলেজ থেকে ১৯৯২ - ৯৩ ব্যাচ প্রাণিবিদ্যায় স্নাতক (সন্মান) ও মৎস্য বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ। স্কুল জীবন থেকে বাংলা টিচারের অনুপ্রেরণায় কবিতা বা লেখালেখি শুরু। গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনে প্রথম চাকুরি করেন সিরাজগঞ্জের রায়গঞ্জে। পরে একটা স্কুলেও ছাত্রদের পড়িয়ে বর্তমানে একটা প্রাইভেট ভার্সিটিতে কর্মরত।
স্বামী হুমায়ূন কবির ও একমাত্র পুত্র রিদম কে নিয়ে আশুলিয়ায় প্রফেসর’স হাউসে বসবাস করছেন। ভ্রমণ কাহিনি, বদলে যাওয়া সমাজ, নারীর বৈশিষ্ট্য নিয়ে লিখতে বেশ পছন্দ। তাঁর একক কাব্যগ্রন্থ খুঁজে শুধু নোলক] গেদি একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়।
তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত গেদি গ্রন্থ থেকে সংকলিত।