মাহমুদুল হাসান মাহিম ( mahmudull hasan mahim )

প্রথম পাতা » জীবনী » মাহমুদুল হাসান মাহিম ( mahmudull hasan mahim )


মাহমুদুল হাসান মাহিম

মাহমুদুল হাসান মাহিম

জন্ম ২৮শে পৌষ ১৪১২ বঙ্গাব্দ (২০০৬ খ্রিস্টাব্দের ১২ই জানুয়ারি) ঈদুল-আযহার পবিত্র রজনীতে ঐতিহ্যবাহী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মুলাইদ গ্রামে। তার পৈতিক নিবাস শ্রীপুর উপজেলার বড়চালা গ্রামে। তার পিতার নাম মোঃ জাকির হোসেন। মাতার নাম মাহমুদা আক্তার জামিনা৷ তার প্রথম কাব্যগ্রন্থ ‘অঙ্কিত সারকথা’।

ছাত্রজীবন থেকেই তার লেখালেখির হাতেখড়ি। সপ্তম শ্রেণিতে পড়াকালীন সময়ে বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা ‘স্কুল কাহিনী’ আবৃত্তি করার মধ্য দিয়ে সবার নজরে আসেন কবি মাহিম। এক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করেছিল তার সহপাঠীদের অনুপ্রেরণা। পরবর্তীতে বিভিন্ন দৈনিকে লেখালেখির পাশাপাশি সোশ্যাল মিডিয়ার কল্যানে দেশব্যাপী গড়ে উঠে তার দর্শক-শ্রোতা ও পাঠকসমাজ।

সমসাময়িক প্রেক্ষাপটে বিপ্লবী লেখনীর কারণে ‘প্রতিবাদী কবি’ হিসেবে পরিচিতি পান কবি মাহমুদুল হাসান মাহিম । ২০২১ এবং ২০২২ সালে ধারাবাহিকভাবে আলোকিত গাজীপুর সেরা লেখক সম্মাননা অর্জন করেন এই তরুণ কবি। তিনি ‘মুলাইদ সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়’ থেকে ২০২৩ সালে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করেন। বর্তমানে (২০২৪) তিনি গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অধ্যয়নের পাশাপাশি বহুমুখী সাহিত্যকর্মে নিয়োজিত রয়েছেন।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত অঙ্কিত সারকথা গ্রন্থ থেকে সংকলিত।