সারিতা চৌধুরী ( sarita chowdhury )

প্রথম পাতা » জীবনী » সারিতা চৌধুরী ( sarita chowdhury )


সারিতা চৌধুরী

সারিতা চৌধুরী

পেশায় সাইকোলজিস্ট। জন্ম ঢাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ভিকারুননিসা নুন স্কুল এবং কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে অনার্স ও ডিজাস্টার্স ম্যানেজমেন্টে মাস্টার্স করেন ছেলেবেলা থেকেই মনোস্তাত্বিক বিষয়গুলো তাকে বেশ ভাবিয়ে তোলত। কেন হলো, কিভাবে হলো এবং এর শেকড় কোথায় ইত্যাদি। পড়াশুনার পাশাপাশি সাইকোলজির বিভিন্ন গবেষণামূলক বইয়ে আসক্ত হন সেই শেকড়ের অনুসন্ধানে। তাই আবার কোলকাতার এসআরকেআই ইন্সটিটিউট থেকে সাইকোলজি বিষয়ে পড়ালেখা করে পুর্ণাঙ্গ ডিগ্রি অর্জন করেন । সাইকোলজির বিভিন্ন বিষয়ের উপর যেমন- মেন্টাল হেলথ ইস্যু, ডিপ্রেশন, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সোস্যাল ফোবিয়া, এংজাইটি, এংগার কন্ট্রোল, সুইসাইডাল প্রিভেনশন এবং চাইল্ড এন্ড টিনএজ বিহেভিয়ার-এর উপর কোর্সগুলো সম্পন্ন করেন। আন্তজার্তিক পর্যায়ে ‘আফটার ক্যান্সার পেশেন্ট রিকোভারির’ শর্ট কোর্সও সম্পন্ন করেন। বাংলাদেশের স্বনামধন্য লাইফ স্প্রিং হসপিটাল থেকে ‘ক্লিনিক্যাল মেন্টাল হেলথ-এর উপর একটি কোর্স করেন। তিনি বাংলাদেশে সাইকোলজিকাল সাপোর্টিভ মেন্টাল হেলথ গ্রুপ ‘প্রিয় ক্যামেলিয়াতে’ সাইকোলজিস্ট হিসেবে নিজেকে নিযুক্ত করেছেন। বর্তমানে তিনি এদেশের একজন সফল সাইকোলজিস্ট। তাঁর নিজস্ব চেম্বারে নিয়মিত কাউন্সেলিং ও মানসিক সহায়তা দিয়ে থাকেন। পাশাপাশি অনলাইনে তিনি ইন্ডিয়াসহ বাইরের দেশগুলোর মানুষের কাউন্সেলিং করে থাকেন। সাইকোলজিস্ট হিসেবে তিনি ইন্ডিয়া ও বাংলাদেশ থেকে বেশ কয়েকটি সম্মাননা লাভ করেছেন। লেখালেখি ও আবৃত্তি তাঁর নিজস্ব ভালোবাসার ক্ষেত্র। উপমহাদেশের বিখ্যাত আবৃত্তি শিল্পী মুনমুন মুখার্জির ছাত্রী তিনি। কোলকাতা ও বাংলাদেশে তিনি বহুবার আবৃত্তির প্রোগামে অংশগ্রহণ করেছেন । ২০১৯ সালে ‘আকাশ মাটির অসম সমীকরণ’ নামে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় এবং ব্যাপক সাড়া জাগায়। এক সন্তানের জননী এই লেখিকা প্রচন্ড ভ্রমণপিপাসু । ফ্যামিলি নিয়ে এশিয়া ও ইউরোপের অনেকগুলো দেশ ঘুরে বেড়িয়েছেন ইতোমধ্যে ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত   নীল জলের কাব্য  গ্রন্থ থেকে সংকলিত।