পবিত্র কুমার মন্ডল ( POBITTRO KUMAR MONDAL )

প্রথম পাতা » জীবনী » পবিত্র কুমার মন্ডল ( POBITTRO KUMAR MONDAL )


পবিত্র কুমার মন্ডল

পবিত্র কুমার মন্ডল 

জন্মঃ ২৫শে ডিসেম্বর ১৯৮৫, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার, আটুলিয়া গ্রামের আদু মন্ডল বাড়িতে ।

পিতা: শ্রী গৌর চন্দ্র মন্ডল, মাতা: উমা রানী মন্ডল । সহধর্মিনী ও অর্ধাঙ্গিনী: শিখা রানী এবং সন্তান: অয়াংশা মন্ডল সানভী । একমাত্র ভাই: উত্তম কুমার মন্ডল ও ভাতিজি: ভূমি মন্ডল ।

গ্রামের পাঠশালাতে পড়াশোনা শুরু, অতঃপর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটুলিয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়। তারপর এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ খুলনা পাবলিক কলেজ থেকে, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে, পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স ডিপার্টমেন্ট থেকে অর্জন করেন। কৃতিত্বপূর্ণ দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি এবং আরো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন ।

২০১৮ সালে তিনি ৩৪ তম বিসিএস-এর নন ক্যাডার পদে সুপারিশ প্রাপ্ত ছিলেন, বর্তমানে তিনি পূবালী ব্যাংক পিএলসি, হেড অফিসে, আন্তর্জাতিক বিভাগে, রেমিট্যান্স সেলে উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত ধ্রুব তারা  গ্রন্থ থেকে সংকলিত।