শাহানী রাজীব ( shahani rajib )

প্রথম পাতা » জীবনী » শাহানী রাজীব ( shahani rajib )


শাহানী রাজীব

শাহানী রাজীব

কালো একটি ছেলে। হলুদ পাঞ্জাবি পড়ে রাতের পর রাত রাস্তায় ঘুরি। ইঞ্জিনিয়ারিং পড়েছি কোন সেমিষ্টারে বই না কিনে / বই কেনার টাকায় কিনেছি গল্পের বই! ঘরের দেওয়ালে রঙিন কালি দিয়ে কবিতা লিখি। কাগজে-ক্যানভাসে ছবি আঁকতে ইচ্ছা করে না বলে শার্টে গেঞ্জিতে ছবি আঁকি। লজিক যদিও ভালো বুঝি না তবুও হাতে সারাদিন রুবিক্স কিউবি ঘুরাই।

ভূত ভালো লাগলেও অদ্ভুত কিছু ভালো লাগে না বলে মাথায় পতাকা বেঁধে ম্যাজিক দেখিয়ে বেড়াই। নিশিপাওয়া রাতে সাদা-কালো ছক সামনে নিয়ে ভাবি সিসিলিয়ান ডিফেন্সে একটা নাইট কম হলে কিভাবে চেক-মেট দেয়া যাবে!

আর এখন? রাজত্ব বিসর্জন দিয়ে যাবজ্জীবন অজ্ঞাতবাস ! নাগরিক ঢাকা শহরে আহত সাদা ঘোড়া নিয়ে খুঁজে চলেছি জাদুর প্রদীপ !!!

নিজের সম্পর্কে এভাবেই বলেন শাহানী রাজীব। ব্যক্তিগত জীবনে চাকুরীরত আছেন আকিজ গ্রুপে প্রজেক্ট ম্যানেজার হিসাবে। একই সাথে শিক্ষকতা করছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে। ঊনচল্লিশ রকম কলা জানা এই পলিম্যাথের সংগ্রহে রয়েছে হাজারখানেক রুবিক্স কিউব। পাঁচ শতাধিক পেপার কাপ এবং ম্যাববক্স। লেখালেখি করছেন ছেলেবেলা থেকেই। প্রথম আলো, কালের কণ্ঠ, আজকের কাগজ, সমকাল জাতীয় দৈনিক ছাড়াও লিখেছেন মাসিক রহস্য পত্রিকা, কম্পিউটার জগত, ভারত বিচিত্রা ও অবসর ম্যাগাজিনে।

পুরস্কার ও সম্মাননা :

কবি জসীম উদ্দীন পুরস্কার (২০১৯)  দিগন্ত সাহিত্য পুরস্কার (২০২০ )

বাঙ্গালীর কণ্ঠ সাহিত্য পুরস্কার (২০২০)   এশিয়া বুক অব রেকর্ডস (২০২১)

ওয়ার্ল্ডওয়াইড বুক অব রেকর্ডস (২০২১)  মাদার তেরেসা সম্মাননা (২০২১)

সেরা প্রবন্ধ উপস্থাপক (২০২২)   ওয়ার্ল্ড আইকন অ্যাওয়ার্ড (২০২২)

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত HOW TO SOLVE A RUBIK’S CUBE   গ্রন্থ থেকে সংকলিত।