খন্দকার আনোয়ারুল ইসলাম ( khondoker anwarul islam )

প্রথম পাতা » জীবনী » খন্দকার আনোয়ারুল ইসলাম ( khondoker anwarul islam )


খন্দকার আনোয়ারুল ইসলাম

খন্দকার আনোয়ারুল ইসলাম

জন্ম ১৯৫৩ সালের ৩০ জুন তৎকালীন বৃহত্তর ঢাকা জেলার নবাবগঞ্জ থানার পুলিশ কোয়াটারে। বাবা: খন্দকার মতিউর রহমান এবং মাতা: মোসাম্মাৎ হালিমা খাতুন। ছেলে: খন্দকার সাইফুল ইসলাম (সংগীত শিল্পী এবং সাউন্ড ইঞ্জিনিয়ার, ইংল্যান্ড) । মেয়ে : শামিমা নাজনিন এবং শামিমা নাসরীন পুসন (সংগীত শিল্পী, বাংলাদেশ বেতার ও টেলিভিশন) ।

প্রথম স্কুলে পা রাখেন ১৯৬০ সালে দয়াগঞ্জ প্রাইমারী স্কুলে, তারপর নারিন্দা সরকারি হাইস্কুলে। ১৯৭০ সালে মেট্রিক পাস করেন গেন্ডারিয়া হাইস্কুল থেকে। দেশ স্বাধীন হওয়ার পর সোহরাওয়ার্দী কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং জগন্নাথ কলেজ থেকে ব্যাচেলর অব কমার্স ডিগ্রী অর্জন করেন ।

খন্দকার আনোয়ারুল ইসলাম, বুলবুল ললিতকলা একাডেমি থেকে নজরুল সংগীত এবং ইন্সটিটিউট অফ ভিজুয়াল আর্ট (ইভা) থেকে টেলিভিশন অভিনয় রীতি ও পদ্ধতি বিষয়ে সার্টিফিকেট কোর্স করেছেন ।

তিনি বিটিভির একজন তালিকাভুক্ত নাট্যকার ও অভিনেতা । ১৯৭১ সালে পাকহানাদার বাহিনীর কাছ থেকে দেশমুক্ত করার সংগ্রামে তিনি যুদ্ধের ময়দানে ছিলেন সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে ।

জীবন যুদ্ধে সাহসী এই মানুষটি যতদুর সম্ভব হাসি-খুশির মধ্যে থাকতে পছন্দ করেন। শিল্প ও সংস্কৃতির আন্দোলন- সংগ্রামে, প্রতিবাদ সমাবেশে তিনি যুক্ত হন স্বতঃস্ফূর্তভাবে । নিজেকে একজন থিয়েটার কর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রায় অর্ধশতক যাবৎ সংস্কৃতির বিভিন্ন শাখায় যুক্ত আছেন । আজীবন সুস্থ ও সচল থেকে, সবার দোয়া ভালোবাসা নিয়ে সংস্কৃতি চর্চায় যুক্ত থাকতে পারেন এটাই তাঁর প্রত্যাশা। আমরা তাঁর শতায়ু কামনা করি ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  নাট্যএয়ী  গ্রন্থ থেকে সংকলিত।