ড. নেছার ইউ আহমেদ ( dr.nasar u ahmed )

প্রথম পাতা » জীবনী » ড. নেছার ইউ আহমেদ ( dr.nasar u ahmed )


ড. নেছার ইউ আহমেদ

ড. নেছার ইউ আহমেদ

কুমিল্লার বাতাচো গ্রামে জন্মগ্রহণ করেন। মা বেগম সুফিয়া ও বাবা মরহুম হাজী মো. শোয়েব। সাত ভাই-বোনের মধ্যে তৃতীয় ও ছেলেদের মধ্যে বড়। গ্রামে বেড়ে ওঠায়, পল্লীর পরিবেশ তাঁর মন মননে গভীরভাবে রেখাপাত করে, যা সাহিত্যচর্চায় তাঁকে উদ্বুদ্ধ করেছে। কৈশোর ও যৌবন কাটে বিপুলাসার হাই স্কুল, নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যা- লয়, ইউনিভার্সিটি অব ফিলিপিন্স, লসবানোস ও টাট ইউনিভার্সিটি, ইউএসএ-তে। শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, টাফস, হার্ভার্ড, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।

ছোটবেলায় কবিতার প্রতি আকর্ষণ ছিল, অন্ত্যমিল, অন্তরমিল, ছন্দায়িত কবিতা, বিশেষ করে কবি নজরুলের। ছাত্র জীবনে লিখেছেন, স্বীকৃতিও পেয়েছিলেন। তারপর, জীবনের ধাপে, শিক্ষকতা ও প্রশাসনিক কাজের চাপে, সময়ের অভাবে, অলস স্বভাবে, অনেক বছর আর লেখালেখি হয়নি। বন্ধু কবি বিমল গুহ, চিন্তাবীদ জনাব শওকত ওসমান, ছাত্রছাত্রী ও সুহৃদগণের অনুরোধে আবার কবিতাচর্চায় মনোনিবেশ করেছেন। প্রতিদিনের যাপিত সময় ও জীবনের আশা-নিরাশা, আনন্দ-বেদনা, পারিপার্শ্বিক ও সামাজিক অভিঘাত তাঁর কবিতার উপজীব্য বিষয়। এই কবিতাগুলো সংরক্ষণের অনুরোধ ছিলো তাঁর প্রিয়বন্ধু- প্রয়াত কবি প্রফেসর আতহারুল ইসলামের(আবু)। বেঁচে থাকলে এই বইটি দেখে তিনি খুব খুশি হতেন ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  প্রতীতি  গ্রন্থ থেকে সংকলিত।